Malaika Arora

‘আশা করি, সময়ের সঙ্গে কিছু ঘটনার কারণ জানব’, বছরশেষের বার্তায় মালাইকার নিশানায় অর্জুন?

তবে মালাইকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত জীবনের ওঠাপড়া নিয়ে জনসমক্ষে কথা বলবেন না তিনি। কিন্তু তাঁর ইনস্টাগ্রামএর পাতায় ভেসে উঠেছে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ২০:২৭
Share:

মালাইকার নিশানায় অর্জুন? ছবি: সংগৃহীত।

চলতি বছর ঝড়ঝাপ্টার মধ্যে দিয়ে কাটিয়েছেন মালাইকা অরোরা। জীবনে পর পর চড়াই উতরাই। এই বছরই দাঁড়ি পড়েছে তাঁর পাঁচ বছরের সম্পর্কে। আবার এই বছরই হারিয়েছেন সৎবাবাকে। তার পরেও ঘুরে দাঁড়াতে হবে। এগিয়ে যেতে হবে সামনের দিকে। বছরশেষে এমনই নানা উপলব্ধির কথা জানালেন মালাইকা।

Advertisement

অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখে কুলুপ মালাইকার। অর্জুন যদিও জানিয়েছেন তিনি ‘সিঙ্গল’। তবে মালাইকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত জীবনের ওঠাপড়া নিয়ে জনসমক্ষে কথা বলবেন না তিনি। কিন্তু তাঁর ইনস্টাগ্রামএর পাতায় ভেসে উঠেছে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট। ২০২৪ শেষ হওয়ার আগেও ফের এমন একটি পোস্ট করলেন অভিনেত্রী-মডেল।

মালাইকা লিখেছেন, “২০২৪, আমি তোমাকে ঘৃণা করি না। কিন্তু তুমি আমার জন্য খুব কঠিন হয়ে উঠেছিলে। বহু চড়াই উতরাই এসেছে তোমার সময়ে। কত পরিবর্তনও এসেছে। অনেক কিছু শিখেছিও। তুমি দেখিয়ে দিয়েছ, চোখের পলকে জীবন বদলে যেতে পারে। ২০২৪, তুমিই শিখিয়েছ, নিজের উপর বিশ্বাস রাখা কতটা জরুরি।”

Advertisement

সবচেয়ে বড় শিক্ষা এই বছরেই পেয়েছেন মালাইকা। তাঁর কথায়, “তুমিই বুঝিয়েছ, সবার উপরে স্বাস্থ্য। সেটা মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যও হতে পারে। সবটাই গুরুত্বপূর্ণ। তবে এখনও কিছু বিষয় রয়েছে যা আমি বুঝে উঠতে পারিনি। কিন্তু আমার বিশ্বাস, সময়ের সঙ্গে আমি সবটাই বুঝব। আমি বুঝতে পারব, কিছু ঘটনা কেন ঘটে গেল।” নেটাগরিকের ধারণা, এই পোস্টের নিশানাতেও রয়েছেন অর্জুনই। তবে আসল সত্যি কোনটা, তা সময়ই বলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement