Malaika Arora

Malaika-Kapil: বাবা হওয়ার সময় পাও কখন? কপিলকে আচমকা প্রশ্ন মালাইকার

তাঁদের নাচের নতুন অনুষ্ঠানের প্রচার করতেই মূলত এসেছিলেন তিন তারকা। সেখানেই কপিলের সঙ্গে মালাইকার খুনসুটি ধরা পড়ে ক্যামেরায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২১ ১৩:৪৪
Share:

কপিলের সঙ্গে মালাইকার খুনসুটি ধরা পড়ে ক্যামেরায়।

সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন মালাইকা অরোরা, টেরেন্স লুইস এবং গীতা কপূর। তাঁদের নাচের নতুন অনুষ্ঠানের প্রচার করতেই মূলত এসেছিলেন তিন তারকা। সেখানেই কপিলের সঙ্গে মালাইকার খুনসুটি ধরা পড়ে ক্যামেরায়।

নতুন অনুষ্ঠান নিয়ে কথা বলতে গিয়ে মালাইকা বলেন, “আমাদের অনুষ্ঠান একটা নির্দিষ্ট মরসুম ধরে চলে। আমরা খানিক অবকাশও পাই।” এর পরেই খুনসুটি করে কপিলকে মালাইকার প্রশ্ন, “তুমি তো সারা বছর কাজ করো। তা হলে এ সব করার সময় কখন পাও?”

Advertisement

‘এ সব’ বলতে মালাইকা ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে কথা স্পষ্ট করে দেন গীতা কপূর। তিনি বলেন, “মালাইকা জানতে চাইছে, বাবা হওয়ার সময় পাও কী করে?”

কপিলও ছেড়ে দেওয়ার পাত্র নন! রসিকতা করে তিনি বললেন, “আমাদের অনুষ্ঠান তো সাড়ে ন’টা থেকে ১১টা পর্যন্ত চলে। এর পর সিআইডি চালিয়ে দেওয়া হয়। তখনই সময় পেয়ে যাই।” কপিলের এই উত্তর শুনে হাসি থামিয়ে রাখতে পারেননি অতিথি থেকে দর্শকরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement