Malaika Arora Khan

সারা শহর ঘুমোচ্ছে, গভীর রাতে গাড়িতে করে ‘প্রেমিকা’ মালাইকাকে বিমানবন্দরে ছাড়তে গেলেন অর্জুন

পার্টি হোক, কিংবা কফি শপ, আবার বিদেশ ভ্রমণ— সর্বত্রই জুটিতে দেখা যায় তাঁদের। সম্প্রতি এক বিমানবন্দরে গভীর রাতে ক্যামেরাবন্দি হন মালাইকা ও অর্জুন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ ১৭:০০
Share:

মালাইকা-অর্জুন। ফাইল চিত্র।

কখনও মুখ ফুটে বললেনি তাঁরা প্রেম করছেন। কিন্তু হাবেভাবে স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন, তাঁরা একে অপরের হাত ধরেছেন। তাঁদের প্রেমকাহিনি একটু আলাদা। কারণ প্রেমিক প্রেমিকার থেকে বয়সে ছোট। তাতে কী! প্রেমের আবার বয়স আছে নাকি! তাঁরা মালাইকা অরোরা খান ও অর্জুন কপূর। বলিপাড়ার ‘হট কাপল’ বলতে ইদানীং তাঁদেরকেই বোঝায়।

Advertisement

এক সঙ্গে পার্টি হোক, কিংবা কফি শপ, আবার বিদেশ ভ্রমণ— সর্বত্রই জুটিতে দেখা যায় তাঁদের। সম্প্রতি এক বিমানবন্দরে গভীর রাতে ক্যামেরাবন্দি হন এই যুগল। যা নেটাগরিকরা মোটেই ভাল চোখে দেখেননি। এত রাতেও প্রেম করছেন! কার্যত এমন ‘টিটকিরি’ই করেছেন অনেকে।

‘বান্ধবী’র সঙ্গে গাড়িতে অর্জুন। ছবি টুইটার।

আকাশি রঙের হুডি পরিহিত অবস্থায় দেখা গিয়েছে অর্জুনকে। তাঁর পাশে বসে মোহময়ী মালাইকা। ক্যামেরার ঝলকানি দেখে গাড়িতে বসে মুখ ঢাকতে দেখা গিয়েছে অর্জুনকে। সংবাদ সংস্থা সূত্রে খবর, মালাইকে বিমানবন্দরে পৌঁছে দিতে অত রাতে তাঁর সঙ্গে গিয়েছিলেন অর্জুন কপূর।

Advertisement

তবে নিন্দকরা যা-ই বলুন না কেন, তা কোনও দিনই পাত্তা দেননি মালাইকা-অর্জুন। বরং লুকোছাপা না করে বরাবরই ‘বুক চিতিয়ে’ একে অপরের হাত ধরে জনসমক্ষে ঘুরে বেড়ান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement