Deepika Padukone

এক মুহূর্তও মেয়েকে ন্যানির কাছে দিচ্ছেন না! এ দিকে দীপিকার অপেক্ষায় দিন গুনছেন কারা?

বক্স অফিসে এই ছবি বিশেষ সাড়া ফেলেছিল। ছবির শেষ অংশ বলে দিয়েছে, এর সিকুয়েল হবে। সেই ছবিতে দরকার দীপিকা পাড়ুকোনকে। তাঁর অভিনীত চরিত্র এই ছবিতে গুরুত্বপূর্ণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৮:২৪
Share:

মেয়েকে চোখে হারাচ্ছেন দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।

মেয়েকে চোখে হারাচ্ছেন দীপিকা পাড়ুকোন। এক মুহূর্তও নাকি মেয়েকে কাছ ছাড়া করছেন না তিনি। ন্যানির ভরসায় মেয়েকে রেখে নিজের কাজে মন দেওয়ার কোনও পরিকল্পনাই নেই তাঁর। এখন নিজের মেয়েকেই আগলে রাখা লক্ষ্য তাঁর। এ দিকে দীপিকার জন্য হা পিত্যেশ করে রয়েছেন ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির কলাকুশলীরা।

Advertisement

বক্স অফিসে এই ছবি বিশেষ সাড়া ফেলেছিল। ছবির শেষ অংশ বলে দিয়েছে, এর সিকুয়েল হবে। সেই ছবিতে দরকার দীপিকা পাড়ুকোনকে। তাঁর অভিনীত চরিত্র এই ছবিতে গুরুত্বপূর্ণ। তাই দীপিকাকে ছাড়া পরবর্তী পর্বের ছবি শুটিং করা সম্ভব নয়। যদিও অভিনেত্রী জানিয়েছিলেন, প্রয়োজনে তাঁর চরিত্রটি বাদ দিয়েই কাজ শুরু হোক। কারণ তিনি এখন ব্যস্ত মেয়ে দুয়া পাড়ুকোন সিংহকে নিয়ে। এক মিনিটও ন্যানির হাতে ছাড়তে ইচ্ছুক নন তিনি। নিজেই মেয়ের দেখভাল করছেন দীপিকা। তবে তাঁকে ছাড়া ছবির কাজ সম্পূর্ণ হবে না বলেও জানিয়েছেন ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির নির্মাতারা। তাই অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই। সংবাদমাধ্যমকে জানিয়েছেন বলিপাড়ার এক সূত্র।

সেই সূত্র আরও বলেছেন, “দীপিকাকে ছাড়া প্রযোজক কাজ করবেন না। যত সময়ই লাগুক, তারা অপেক্ষা করতে প্রস্তুত। সিকুয়েলের কিছু অংশ ইতিমধ্যেই শুটিং হয়ে গিয়েছে। বাকিটা শুট করার জন্য ওরা অপেক্ষা করবে। কোনও ভাবেই দীপিকাকে ছাড়া এই ছবি ভাবা যায় না।” এই ছবিতে দীপিকা ছাড়াও অভিনয় করেছেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement