New Bengali film

তিন বছর পর বড় পর্দায় ‘কাকাবাবু’ প্রসেনজিৎ, সঙ্গী ‘ভুটু ভাইজান’, ছবিতে ‘সন্তু’ কে?

সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘বিজয়নগরের হিরে’ কাহিনি অবলম্বনে বড় পর্দায় কাকাবাবু্র প্রত্যাবর্তন। মুখ্য চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে বদলে গিয়েছেন সন্তুর ভূমিকার অভিনেতা ও পরিচালক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫২
Share:
image of Prosenjit Chatterjee

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

সৃজিত মুখোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জুটিতে দর্শক পেয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় চরিত্র কাকাবাবুকে নিয়ে তিনটি ছবি। প্রায় তিন বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন ঘটছে কাকাবাবুর। এ বারেও মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ। তবে বদলে গিয়েছেন সন্তুর ভূমিকার অভিনেতা ও পরিচালক।

Advertisement

শুক্রবার প্রযোজনা সংস্থা এসভিএফ-এর অফিসে ছবির জমকালো মহরত অনুষ্ঠিত হল। সেখানে উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা। কাকাবাবুর নতুন অভিযানের জন্য নির্মাতারা বেছে নিয়েছেন ‘বিজয়নগরের হিরে’ কাহিনিটিকে। ছবিটি পরিচালনা করছেন চন্দ্রাশিস রায়। এর আগে প্রসেনজিৎকে নিয়ে পরিচালক তাঁর প্রথম ছবি ‘নিরন্তর’ তৈরি করেছিলেন। এ বারে নতুন চ্যালেঞ্জ কাকাবাবু।

Makers have announced the new Kakababu film starring Prosenjit Chatterjee

ছবির মহরতে (বাঁ দিক থেকে) অর্ঘ্য, প্রসেনজিৎ এবং ব্রত। ছবি: সংগৃহীত।

২০১৩ সালে মুক্তি পায় প্রযোজনা সংস্থার প্রথম কাকাবাবু-ছবি ‘মিশর রহস্য’। ২০১৭ ও ২০২২ সালে মুক্তি পায় যথাক্রমে ‘ইয়েতি অভিযান’ এবং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। অতীতে এই সিরিজ়ে সন্তুর ভূমিকায় অভিনয় করেছিলেন আরিয়ান ভৌমিক। তবে এ বার সন্তুর চরিত্রে দেখা যাবে অর্ঘ্য বসুরায়কে। উল্লেখ্য, এর আগে ‘দাবাড়ু’ ছবিতে গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিল অর্ঘ্য। অন্য দিকে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছে ব্রত বন্দ্যোপাধ্যায়। এর আগে ‘হামি’ ছবিতে ‘ভুটু’ ওরফে ‘ভুটু ভাইজান’ চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসে ব্রত। এ ছাড়াও ছবিতে রয়েছেন সত্যম ভট্টাচার্য।

Advertisement

সৃজিতের পর চন্দ্রাশিসের হাত ধরে আরও এক ধাপ এগোল কাকাবাবু ফ্র্যাঞ্চাইজ়ি। এই ছবিতে তিনি কী চমক হাজির করেন, তা জানার অপেক্ষা। এই মুহূর্তে নির্মাতারা ছবির অন্যান্য চরিত্রের অভিনেতা নির্বাচন করছেন। খুব শীঘ্রই শুরু হবে শুটিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement