Pahalgam terror Attack

‘ওদের সঙ্গে কাজ করলেই দেশদ্রোহের মামলা হবে’! পাকিস্তানি অভিনেতাদের নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হল?   

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অশোক দুবে। সেই চিঠিতে পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি করার দাবি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৮:৫৬
Share:
FWICE demands total ban on Pakistani artists as a consequence of Pahalgam incident

ফওয়াদ, মাহিরা, হানিয়াদের নিয়ে বড় সিদ্ধান্ত। ছবি: সংগৃহীত।

২০১৬ সালে উরি হামলার পর ভারতে নিষিদ্ধ করা হয়েছিল পাকিস্তানি অভিনেতাদের। ফের প্রায় সেই ঘটনারই পুনরাবৃত্তি। ২২ এপ্রিল পহেলগাঁও-এর ঘটনায় ত্রস্ত মানুষ। ঘটনার দায় স্বীকার করেছে লশকর-এ-ত্যায়বা। তাই ফের পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় (এফডব্লিউআইসিই)। এই সংগঠনের সাধারণ সম্পাদক অশোক দুবে দাবি করেছেন, এ বার পাক শিল্পীদের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে হবে।

Advertisement

সংবাদমাধ্যমকে অশোক বলেছেন, “দেশের সমস্যা এটা। সবার উপরে দেশ। একের পর এক হামলা চলছে দেশের উপরে। সম্প্রতি আমাদের দেশের পর্যটকদের উপর হামলা চালানো হল পহেলগাঁওতে। ২৬ জনের মৃত্যু হল। সেই হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে চাপানউতর বেড়েছে।”

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছেও চিঠি লিখে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অশোক। সেই চিঠিতে পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি করার দাবি করা হয়েছে। অশোক আরও বলেছেন, “আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত সমস্ত দফতরকেই আমরা চিঠি পাঠাচ্ছি।” অশোক হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, এই দেশের কেউ ফের কোনও পাক শিল্পীর সঙ্গে কাজ করতে গিয়ে ধরা পড়লে, তাঁকেও ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ করা হবে। এমনকি, সেই ব্যক্তির বিরুদ্ধে দেশদ্রোহের মামলাও করা হবে। অশোকের কথায়, “আমাদের দেশের কেউ পাকিস্তানি শিল্পীর সঙ্গে কাজ করলে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করা হবে, যাতে আর কেউ এই কাজ করার আগে হাজার বার ভাবেন।”

Advertisement

পাক অভিনেতা ফওয়াদ খানের ছবি ‘আবির গুলাল’ নিয়েও কথা বলেন অশোক। এই ছবি যাতে মুক্তি না পায়, তার জন্য ছবির প্রযোজক বিবেক আগরওয়ালকেও চিঠি পাঠিয়েছেন তিনি। ৯ মে এই ছবি মুক্তি পাওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement