KKR vs PBKS Match Today

থামল না বৃষ্টি, ইডেনে ভেস্তে গেল ম্যাচ, ১ পয়েন্ট করে পেল কেকেআর ও পঞ্জাব

ইডেনে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংসের ম্যাচ হল না। বৃষ্টিতে ভেস্তে গেল খেলা। কেকেআর ও পঞ্জাব দু’দলই ১ পয়েন্ট করে পেল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৯:০২
Share:
ইডেনে মাঠ ঢাকা রয়েছে।

ইডেনে মাঠ ঢাকা রয়েছে। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২৩:০২ key status

ভেস্তে গেল খেলা

বৃষ্টি না থামায় ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংসের ম্যাচ শুরু করা গেল না। খেলা ভেস্তে গেল। দু’দলই ১ পয়েন্ট করে পেল। 

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২১:৩৭ key status

ইডেনে ঝড়

ইডেনে ঝড়-বৃষ্টি। খেলা বন্ধ। ক্রিকেটারেরা ফিরলেন সাজঘরে। কেকেআর ১ ওভারে ৭/০।

Advertisement
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২১:২৮ key status

কলকাতার ইনিংস শুরু

কেকেআরের ইনিংস শুরু। জয়ের লক্ষ্য ২০২। ওপেন করতে নেমেছেন সুনীল নারাইন এবং রহমানুল্লা গুরবাজ়।

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২১:১৩ key status

অন্তত ২০ রান কম হল পঞ্জাবের

শেষ দিকে কিছুটা হলেও খেলায় ফিরল কেকেআর। ২০১ রানে শেষ হল পঞ্জাবের ইনিংস। অন্তত ২০ রান কম হল তাদের। 

Advertising
Advertising
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২১:০৬ key status

আবার ক্যাচ পড়ল, ফিল্ডিং সমস্যায় ফেলল কলকাতাকে

আরও একটি ম্য়াচে ফিল্ডিং সমস্যায় ফেলল কলকাতাকে। আবার ক্যাচ ছাড়লেন বৈভব অরোরা। ফিল্ডিংও খারাপ হল। আগের ম্য়াচ শেষে ফিল্ডিংয়ে উন্নতির কথা বলেছিলেন রাহানে। কিন্তু তা এখনও হয়নি। 

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২০:৪৬ key status

ভয়ডরহীন ক্রিকেট পঞ্জাবের

কেকেআরের বোলারদের বিরুদ্ধে হাত খুলে খেলছেন পঞ্জাবের প্রভসিমরন। বরুণ চক্রবর্তীর এক ওভারে তিনটি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। শতরান করার সুযোগ থাকলেও ধরে খেলেননি তিনি। ছক্কা মারতে গিয়ে বৈভবের বলে ৮৩ রান করে আউট হয়েছেন তিনি। কিন্তু খেলার ধরন বদলাননি। এই ভয়ডরহীন ক্রিকেট চাপে ফেলে দিয়েছে কেকেআরকে। 

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২০:৩১ key status

সেই রাসেলই জুটি ভাঙলেন

গত ম্যাচেও আন্দ্রে রাসেল কেকেআরের প্রথম উইকেট নিয়েছিলেন। এই ম্যাচেও সেই রাসেলই প্রথম ধাক্কা দিলেন পঞ্জাবকে। ১২তম ওভারে প্রিয়াংশকে ফেরালেন তিনি। ৩৫ বলে ৬৯ রান করে আউট হলেন প্রিয়াংশ। 

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২০:২৬ key status

শতরানের জুটি পঞ্জাবের

পেসারদের পাশাপাশি এ বার স্পিনারদের বিরুদ্ধে হাত খোলা শুরু করেছেন পঞ্জাবের দুই ওপেনার। সুনীল নারাইনের এক ওভারে ২২ রান নিয়েছেন তাঁরা। রান তোলার গতি কিছু কমছিল পঞ্জাবের। তা আরও এক বার বাড়িয়ে দিয়েছেন দুই ব্যাটার। 

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২০:২০ key status

মন্থর উইকেটে ভাল ব্য়াটিং প্রিয়াংশের

তিনি যে শুধু চোখ বন্ধ করে ব্যাট চালান না তা প্রমাণ করলেন প্রিয়াংশ। ইডেনের মন্থর উইকেটে ২৭ বলে অর্ধশতরান করলেন। বল বুঝে মারলেন প্রিয়াংশ। কেকেআরের কোনও বোলার তাঁকে সমস্যায় ফেলতে পারলেন না। 

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২০:০৭ key status

পাওয়ার প্লে-তে উইকেট তুলতে ব্যর্থ কলকাতা

আরও এক বার পাওয়ার প্লে-তে খেলার রাশ নিজেদের হাতে তুলে নিল প্রতিপক্ষ। পঞ্জাবের ওপেনিং জুটি ভাঙতে পারলেন না কেকেআরের বোলারেরা। আরাম করে খেলছেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিংহ। 

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ২০:০০ key status

স্পিন সহায়ক উইকেটে কম স্পিনার খেলাচ্ছে কেকেআর

পঞ্জাবের কোচ রিকি পন্টিংও বলছেন, শুষ্ক উইকেট হওয়ায় বেশি স্পিনার খেলাচ্ছেন তাঁরা। অথচ কেকেআর এক জন স্পিনার কম খেলাচ্ছে। তবে কি আরও এক বার পিচ বুঝতে পারেননি রাহানেরা? 

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৯:৫১ key status

উইকেট নেওয়ার ইচ্ছাই নেই কেকেআরের

পাওয়ার প্লে-তেই নেগেটিভ বল করছেন সাকারিয়া। উইকেট নেওয়ার চেষ্টা না করে রান বাঁচানোর চেষ্টা করছেন। ব্যাটারদের পা লক্ষ্য করে বল করছেন। সেটা করতে গিয়ে আরও ভুল করেছেন তিনি। দ্বিতীয় ওভারে ১৮ রান দিয়েছেন তিনি। 

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৯:৪৯ key status

বার বার একই ভুল করছে কেকেআর

বৈভব অরোরা যে ইনসুইং ছাড়া কিছু করতে পারেন না তা বুঝে গিয়েছেন প্রত্যেকে। সেই ভাবেই ব্যাটারেরা তৈরি থাকেন। পঞ্জাবের বিরুদ্ধেও তা দেখা যাচ্ছে। নিজের দুই ওভারে চারটি চার গলিয়েছেন তিনি। 

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৯:৪১ key status

অভিষেকে ভাল শুরু সাকারিয়ার

কেকেআরের হয়ে প্রথম বার খেলছেন চেতন সাকারিয়া। দ্বিতীয় ওভারে বল করেন তিনি। দেন মাত্র ৩ রান। বলের গতির তুলনায় লাইন-লেংথের দিকে বেশি নজর দেন তিনি। ফলে বড় শট মারতে পারেননি পঞ্জাবের ব্যাটারেরা।

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৯:১০ key status

কলকাতার প্রথম একাদশে জোড়া বদল

ঘরের মাঠে প্রথম একাদশে জোড়া বদল করেছে কলকাতা। মইন আলির বদলে রভম্যান পাওয়েল ও রমনদীপ সিংহের বদলে চেতন সাকারিয়াকে নেওয় হয়েছে। 

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৯:০১ key status

টস হারল কেকেআর

টস জিততে পারলেন না অজিঙ্ক রাহানে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আয়ার। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement