ইডেনে মাঠ ঢাকা রয়েছে। ছবি: পিটিআই।
বৃষ্টি না থামায় ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংসের ম্যাচ শুরু করা গেল না। খেলা ভেস্তে গেল। দু’দলই ১ পয়েন্ট করে পেল।
ইডেনে ঝড়-বৃষ্টি। খেলা বন্ধ। ক্রিকেটারেরা ফিরলেন সাজঘরে। কেকেআর ১ ওভারে ৭/০।
কেকেআরের ইনিংস শুরু। জয়ের লক্ষ্য ২০২। ওপেন করতে নেমেছেন সুনীল নারাইন এবং রহমানুল্লা গুরবাজ়।
শেষ দিকে কিছুটা হলেও খেলায় ফিরল কেকেআর। ২০১ রানে শেষ হল পঞ্জাবের ইনিংস। অন্তত ২০ রান কম হল তাদের।
আরও একটি ম্য়াচে ফিল্ডিং সমস্যায় ফেলল কলকাতাকে। আবার ক্যাচ ছাড়লেন বৈভব অরোরা। ফিল্ডিংও খারাপ হল। আগের ম্য়াচ শেষে ফিল্ডিংয়ে উন্নতির কথা বলেছিলেন রাহানে। কিন্তু তা এখনও হয়নি।
কেকেআরের বোলারদের বিরুদ্ধে হাত খুলে খেলছেন পঞ্জাবের প্রভসিমরন। বরুণ চক্রবর্তীর এক ওভারে তিনটি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। শতরান করার সুযোগ থাকলেও ধরে খেলেননি তিনি। ছক্কা মারতে গিয়ে বৈভবের বলে ৮৩ রান করে আউট হয়েছেন তিনি। কিন্তু খেলার ধরন বদলাননি। এই ভয়ডরহীন ক্রিকেট চাপে ফেলে দিয়েছে কেকেআরকে।
গত ম্যাচেও আন্দ্রে রাসেল কেকেআরের প্রথম উইকেট নিয়েছিলেন। এই ম্যাচেও সেই রাসেলই প্রথম ধাক্কা দিলেন পঞ্জাবকে। ১২তম ওভারে প্রিয়াংশকে ফেরালেন তিনি। ৩৫ বলে ৬৯ রান করে আউট হলেন প্রিয়াংশ।
পেসারদের পাশাপাশি এ বার স্পিনারদের বিরুদ্ধে হাত খোলা শুরু করেছেন পঞ্জাবের দুই ওপেনার। সুনীল নারাইনের এক ওভারে ২২ রান নিয়েছেন তাঁরা। রান তোলার গতি কিছু কমছিল পঞ্জাবের। তা আরও এক বার বাড়িয়ে দিয়েছেন দুই ব্যাটার।
তিনি যে শুধু চোখ বন্ধ করে ব্যাট চালান না তা প্রমাণ করলেন প্রিয়াংশ। ইডেনের মন্থর উইকেটে ২৭ বলে অর্ধশতরান করলেন। বল বুঝে মারলেন প্রিয়াংশ। কেকেআরের কোনও বোলার তাঁকে সমস্যায় ফেলতে পারলেন না।
আরও এক বার পাওয়ার প্লে-তে খেলার রাশ নিজেদের হাতে তুলে নিল প্রতিপক্ষ। পঞ্জাবের ওপেনিং জুটি ভাঙতে পারলেন না কেকেআরের বোলারেরা। আরাম করে খেলছেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিংহ।
পঞ্জাবের কোচ রিকি পন্টিংও বলছেন, শুষ্ক উইকেট হওয়ায় বেশি স্পিনার খেলাচ্ছেন তাঁরা। অথচ কেকেআর এক জন স্পিনার কম খেলাচ্ছে। তবে কি আরও এক বার পিচ বুঝতে পারেননি রাহানেরা?
পাওয়ার প্লে-তেই নেগেটিভ বল করছেন সাকারিয়া। উইকেট নেওয়ার চেষ্টা না করে রান বাঁচানোর চেষ্টা করছেন। ব্যাটারদের পা লক্ষ্য করে বল করছেন। সেটা করতে গিয়ে আরও ভুল করেছেন তিনি। দ্বিতীয় ওভারে ১৮ রান দিয়েছেন তিনি।
বৈভব অরোরা যে ইনসুইং ছাড়া কিছু করতে পারেন না তা বুঝে গিয়েছেন প্রত্যেকে। সেই ভাবেই ব্যাটারেরা তৈরি থাকেন। পঞ্জাবের বিরুদ্ধেও তা দেখা যাচ্ছে। নিজের দুই ওভারে চারটি চার গলিয়েছেন তিনি।
কেকেআরের হয়ে প্রথম বার খেলছেন চেতন সাকারিয়া। দ্বিতীয় ওভারে বল করেন তিনি। দেন মাত্র ৩ রান। বলের গতির তুলনায় লাইন-লেংথের দিকে বেশি নজর দেন তিনি। ফলে বড় শট মারতে পারেননি পঞ্জাবের ব্যাটারেরা।
ঘরের মাঠে প্রথম একাদশে জোড়া বদল করেছে কলকাতা। মইন আলির বদলে রভম্যান পাওয়েল ও রমনদীপ সিংহের বদলে চেতন সাকারিয়াকে নেওয় হয়েছে।