Danish Taimur

‘চার বার বিয়ে করেছি বলে গর্ব হয়’, পাক অভিনেতা দানিশের মন্তব্যে বিতর্ক, কী প্রতিক্রিয়া মাহিরার?

দানিশের এই মন্তব্য নিয়ে সমাজমাধ্যমে ট্রোলিং শুরু হয়েছে। পাক অভিনেতাকে হাসির খোরাক বানিয়ে নানা রকমের ‘মিম’-ও ছড়িয়ে পড়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৬:২৩
Share:
Mahira Khan indirectly took a dig at Pakistani actor Danish Taimur who promoted polygamy

দানিশকে খোঁচা দিলেন মাহিরা। ছবি: সংগৃহীত।

বহুবিবাহের কথা প্রচার করে বিপাকে পড়েছেন পাকিস্তানি অভিনেতা দানিশ তৈমুর। চার বার বিয়ে করেছেন অভিনেতা। তা নিয়ে গর্বের সুরে মন্তব্য করার পরেই কটাক্ষের শিকার হয়েছেন তিনি। এ বার সেই বিতর্কে নাম জড়াল অভিনেত্রী মাহিরা খানেরও।

Advertisement

এক অনুষ্ঠানে দানিশ বহুবিবাহ নিয়ে মন্তব্য করেন, “আমি সদর্পে বলতে পারি, আমি চার বিয়ে করেছি। যদিও এই নিয়ে আমি সাধারণত জাহির করি না, সেটা আলাদা বিষয়। কিন্তু এই সম্মান আমাকে আল্লাহ দিয়েছেন। এই সম্মান আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না।”

বর্তমানে পাকিস্তানি অভিনেত্রী আয়েজ়া খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে রয়েছেন দানিশ। স্ত্রীর প্রসঙ্গে দানিশ বলেছেন, “আমি আপাতত আয়েজ়াকেই ভালবাসি ও সম্মান করি। তাই বাকি জীবনটা ওর সঙ্গেই কাটাতে চাই।” এই মন্তব্য নিয়ে তোলপাড় সমাজমাধ্যম। পুরুষতন্ত্র ও বহুবিবাহের প্রচারের অভিযোগও উঠেছে দানিশের বিরুদ্ধে। পরোক্ষ ভাবে দানিশের সমালোচনা করেছেন মাহিরাও।

Advertisement

দানিশের এই মন্তব্য নিয়ে সমাজমাধ্যমে ট্রোলিং শুরু হয়েছে। পাক অভিনেতাকে নিয়ে হাসির খোরাক বানিয়ে নানা রকমের ‘মিম’-ও ছড়িয়ে পড়েছে। এমনই একটি মিম পছন্দ করেছেন মাহিরা। চোখ এড়ায়নি মাহিরার অনুরাগীদের। স্পষ্ট হয়ে গিয়েছে, দানিশের মন্তব্য ভাল ভাবে নেননি অভিনেত্রীও।

‘রেহাই’, ‘অব দেখ খুদা কেয়া করতা হ্যায়’, ‘দিওয়ানগি’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন দানিশ। ২০১৪ সালে আয়েজ়া খানকে বিয়ে করেন তিনি। বর্তমানে তাঁরা এক পুত্রসন্তান ও এক কন্যাসন্তানের বাবা-মা। অন্য দিকে, শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে জুটি বাঁধতে দেখা গিয়েছে মাহিরাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement