মাধুরীর চরিত্রে প্রিয়ঙ্কার অভিনয়ের কথা ছিল।
কথা ছিল, মাধুরী দীক্ষিতকে নিয়ে সিরিজ তৈরি হবে হলিউডে। তাঁর ভূমিকায় অভিনয় করবেন প্রিয়ঙ্কা চোপড়া। আজ থেকে পাঁচ বছর আগে এই ঘোষণা হলেও পরবর্তীতে তা নিয়ে আর কোনও সাড়াশব্দ হয়নি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছেন, তাঁকে নিয়ে আপাতত কোনও সিরিজ তৈরি হচ্ছে না। তিনি বললেন, “এই সিরিজটি নিয়ে একটি কথা চলছিল। আমরা চিত্রনাট্য নিয়ে কথা বলতেও শুরু করেছিলাম। কিন্তু কখনও কখনও কিছু জিনিস বাস্তবায়িত করা সম্ভব হয় না।” অর্থাৎ সিরিজটি তৈরির পরিকল্পনা বাতিল হলে মাধুরীর চরিত্রে প্রিয়ঙ্কার অভিনয়েরও কোনও অবকাশ থাকে না।
মাধুরীর জীবনের কয়েকটি বিশেষ ঘটনা নিয়ে সিরিজটি তৈরি হওয়ার কথা ছিল। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, “এটাকে ঠিক আমার আত্মজীবনী বলা যেত না। কিছুটা গল্প আর কিছুটা বাস্তব নিয়ে তৈরি হত সিরিজটি। যেমন ধরুন ডেনভারে যাওয়ার আগে পর্যন্ত আমি একজন বলিউড অভিনেতা ছিলাম। সেখানে যাওয়ার পর কেউ আমাকে চিনল না। এমন সময়ে আমি কী করেছিলাম? এমন কিছু পরিস্থিতি নিয়েই তৈরি হত গল্প।”
আপাতত পর্দায় ফুটে উঠবে না মাধুরীর বর্ণিল জীবন। তবে ইতিমধ্যেই একটি সিরিজে অভিনয় করে ফেলেছেন। নাম ‘ফেম গেম’। পরিচালনায় শ্রী রাও। ধর্ম প্রোডাকশনস প্রযোজিত এই সিরিজে এক বিখ্যাত বলিউড নায়িকার ভূমিকায় দেখা যাবে তাঁকে। চরিত্রের নাম অনামিকা আনন্দ। ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিরিজটি।