৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে বাংলার বাজিমাত। সেরা জুরি অ্যাওয়ার্ড পেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি। ঋদ্ধি সেন পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। সেরা বাংলা ছবি ‘ময়ূরাক্ষী’। গ্যালারির পাতায় বাছাই করা জাতীয় পুরস্কারপ্রাপ্তদের নাম।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগরকীর্তন’ ছবিতে অভিনয়ের জন্যই সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ঋদ্ধি সেন।
৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে বাংলা ছবি ‘নগরকীর্তন’। ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
সেরা বাংলা ছবি ‘ময়ূরাক্ষী’। এই ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। বাবা-ছেলের সম্পর্কের মধ্যে গল্পের জাল বুনেছেন পরিচালক অতনু ঘোষ।
মরণোত্তর জাতীয় পুরস্কার পেয়েছেন শ্রীদেবী। ‘মম’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।
সেরা হিন্দি ছবি রাজকুমার রাও-এর ‘নিউটন’।
সেরা ছবির পুরস্কার পেয়েছে অসমের ‘ভিলেজ রকস্টার’।
সেরা স্পেশ্যাল এফেক্ট এবং জনপ্রিয় ছবি ‘বাহুবলী: দ্য কনক্লুশন’।
দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন প্রয়াত বিনোদ খন্না।