Liger

কর্ণ জোহর, কবীর সিংহ, পুরী জগন্নাথ-ত্রয়ীর অপেক্ষায় দর্শক

কর্ণ জোহরের পোস্ট পড়তেই নতুন এই প্যাকেজ নিয়ে চর্চা শুরু ভারতের উত্তর থেকে দক্ষিণ।

Advertisement
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৮:৩১
Share:

লাইগার ছবির ফার্স্ট লুক টুইটার

ফার্স্ট লুক প্রকাশ হল সোমবার। ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। কর্ণ জোহরের সঙ্গে হাত মেলালেন ‘কবীর সিংহ’ খ্যাত বিজয় দেবারাকোন্ডা। কর্ণ জোহরের পোস্ট পড়তেই নতুন এই প্যাকেজ নিয়ে চর্চা শুরু ভারতের উত্তর থেকে দক্ষিণ।

Advertisement

তেলুগু ছবির সুপারস্টার বিজয় দেবারাকোন্ডাকে নিয়ে তোলপাড় শুরু হয় ‘কবীর সিংহ’ ছবির পর থেকে। ছবিটি যদিও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল, কিন্তু দেবারাকোন্ডার অনুরাগীর সংখ্যা বেড়ে যায় হু হু করে। সেই উত্তেজনাকে কাজে লাগিয়েই পরিচালক ও প্রযোজক কর্ণ জোহর বলিউডে নিয়ে এলেন সুপারস্টারকে। তাঁর প্রযোজনায় মুম্বই ইন্ডাস্ট্রিতে পা রাখলেন ‘কবীর সিংহ’।

নতুন ছবি ‘লাইগার’-এর ফার্স্ট লুক প্রকাশ পেল কর্ণ জোহর ও ধর্ম প্রোডাকশনের হাত ধরে। ছবিটিতে দেখা যাচ্ছে, হাতে গ্লাভস পরে পাঞ্চিং স্টাইলে পোজ দিচ্ছেন দেবারাকোন্ডা। তাঁর পিছনে বাঘের দু’টো চোখ।

Advertisement

জানা গিয়েছে, ছবিটির পরিচালনায় রয়েছেন তেলুগু ছবির বিখ্যাত পরিচালক পুরী জগন্নাথ। ছবিটি কেবল হিন্দিতে না, তেলুগু, তামিল, কন্নড়, মালায়লাম ভাষাতেও মুক্তি পাবে। প্যান ইন্ডিয়া অ্যাকশন ছবিতে দেবারাকোন্ডার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী অনন্যা পান্ডেকে। দু’জনের রসায়ন নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু বলিউডে।

এর থেকে বেশি বিশেষ কিছু তথ্য এখনও মেলেনি। ‘লাইগার’-এর অপেক্ষায় গোটা দেশ।

আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement