Entertainment News

গোরিলা বলে আক্রমণ! তবুও টুইটারে ফিরলেন লেসলি

লেসলি ইজ ব্যাক। সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়ে টুইটার থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ‘ঘোস্টবাস্টার্স’ খ্যাত কমেডিয়ান লেসলি জোন্‌স। গত মঙ্গলবার তিনি শেষবার লেখেন, ‘আমি কাঁদছি। খুব দুঃখ পেলাম। আজ রাতেই নিজেকে টুইটার থেকে সরিয়ে নিচ্ছি।’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৬ ১৩:৩৮
Share:

লেসলি ইজ ব্যাক।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়ে টুইটার থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ‘ঘোস্টবাস্টার্স’ খ্যাত কমেডিয়ান লেসলি জোন্‌স। গত মঙ্গলবার তিনি শেষবার লেখেন, ‘আমি কাঁদছি। খুব দুঃখ পেলাম। আজ রাতেই নিজেকে টুইটার থেকে সরিয়ে নিচ্ছি।’ কিন্তু সেই আক্রমণ ভুলে নিজের অবস্থান আরও দৃঢ় করতেই ফের টুইটারে ফিরেছেন তিনি।

ঘটনাটি ঠিক কী?

Advertisement

সম্প্রতি লেসলিকে প্রথমে টুইটারে গায়ের রঙ নিয়ে অপমান, তার পর চিড়িয়াখানার গোরিলা বলে মশকরা করেন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত এক ব্যক্তি। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে টুইট করেন লেসলি। এর পরেই টুইটার কর্তৃপক্ষ ওই ব্যক্তির অ্যাকাউন্ট ব্লক করে দেয়। কর্তৃপক্ষের তরফে জানানো হয়, টুইটারে এ ধরনের কুরুচিকর মন্তব্য এবং ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি এত জটিল হয়ে ওঠে যে, দু’দিন আগে লেসলি টুইটার থেকে নিজেকে সরিয়েও নেন। লেসলি সে সময় প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি অভিনয় করেন। দর্শকদের পছন্দ না হলে সেই ছবি নাও দেখতে পারেন। কিন্তু তাঁকে ব্যক্তিগত আক্রমণ কেন করা হবে? কিন্তু কোনও অপমানের কাছে মাথা না নামিয়ে স্বমহিমায় ফিরে এলেন লেসলি।

আরও পড়ুন, মুক্তি পেল জ্যাকি চ্যানের ‘স্কিপট্রেস’-এর ট্রেলার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement