সুশান্ত সিংহ রাজপুত।
সঠিক পথে এগোচ্ছে না সুশান্ত মৃত্যু তদন্ত। ঘুরে যাচ্ছে তদন্তের অভিমুখ। নাম করা বলিস্টারদের টেনে এনে মিডিয়ার তথা গোটা দেশের নজর ঘুরিয়ে দেওয়া হয়েছে সেই দিকেই। আর সুশান্ত? তাঁর মৃত্যু রহস্যের উদ্ঘাটন কবে হবে? প্রশ্ন সুশান্তের পরিবারের।
শনিবার এক সাংবাদিক সম্মেলনে অভিনেতার পরিবারের আইনজীবী বিকাশ সিংহ এই প্রশ্ন রেখেছেন। তাঁর কথায়, “যে ভাবে তদন্ত হচ্ছে তাতে খুশি নয় সুশান্তের পরিবার। মাদক কাণ্ডে যে সমস্ত স্টারদের ডাকা হচ্ছে তাঁদের কেউই মাদক সহ ধরা পড়েননি। মাদক মামলা তখনই হয় যদি কোনও ব্যক্তি মাদক সহ ধরা পড়েন অথবা মাদক সেবন করে থাকেন।“
পাশপাশি তিনি যোগ করেন, “রিয়া যদি মাদকচক্রের সঙ্গে জড়িত থাকেন তবে তা অবশ্যই অপরাধ। সে ক্ষেত্রে তাঁর দশ বছরের জেল হওয়ার কথা। কিন্তু পরিবারের প্রশ্ন, এ ভাবে সুশান্তের মৃত্যুর আসল কারণ উদ্ঘাটিত হবে তো?”
আরও পড়ুন: ‘নায়িকারা মাদকাসক্ত, নায়কেরা কি ধোয়া তুলসি পাতা?’ দীপিকার মাদকযোগ তদন্তে প্রতিবাদ মিমির
সুশান্তের মৃত্যু তদন্ত মুম্বই পুলিশের হাত থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে যাওয়ার পর থেকেই ‘স্বস্তি’র শ্বাস ফেলেছিলেন অভিনেতার পরিবার। সুশান্ত ঘনিষ্ঠদের বারংবার জেরা থেকে সুশান্তের মৃত্যুর ঘটনার পুনর্নির্মাণ—চলছিল সবই। কিন্তু আচমকাই রিয়া চক্রবর্তী এবং সুশান্তের প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার মাদক সংক্রান্ত একটি চ্যাট প্রকাশ্যে আসতেই তদন্তের মুখ ঘুরে যায় ১৮০ডিগ্রি। এর পর একে একে রিয়া, শৌভিক, স্যামুয়েলদের জিজ্ঞাসাবাদ, মাদক মামলায় রিয়ার গ্রেফতারি এবং দীপিকা,সারা, রাকুল, শ্রদ্ধাকে সমন—#জাস্টিস পর সুশান্ত ফিকে হতে শুরু করে ক্রমশ। আর এখানেই আপত্তি পরিবারের।
A post shared by Viral Bhayani (@viralbhayani) on
পরিবারের আইনজীবী এ দিন সাংবাদিক সম্মেলনে বলেন, “আমি নাম বলতে চাই না। এইমসের এক ডাক্তার মৃত্যুর দিন সুশান্তের ছবি দেখে বলেছিলেন ‘২০০ শতাংশ শ্বাসরোধ করে খুন’ করা হয়েছে সুশান্তকে। আমার প্রশ্ন, সেই কথাটাই সিবিআইয়ের বলতে এত সময় লাগছে কেন?”
আরও পড়ুন- মাদক কেলেঙ্কারিতে ডুবছে বলিউড, ইন্ডাস্ট্রির দুর্দিনে পাশে বাংলার তারকারা?
পাশপাশি সিবিআইয়ের উপর ক্ষোভ উগরে দিয়েছেন বিকাশ সিংহ। সুশান্তের মৃত্যু তদন্তে এখনও পর্যন্ত সিবিআই কেন কোনও প্রেস বিবৃতিতে সবটা জানাচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সুশান্ত মারা যান ১৪ জুন। এর পর প্রায় সাড়ে তিন মাস কেটে গেছে। কিন্তু তাঁর মৃত্যুর কারণ এখনও পরিষ্কার করে জানা যায়নি। সুশান্তের জন্য ন্যায়বিচার চাওয়া নেটাগরিকদের এখন পছন্দ #দীপিকানাশেড়িহ্যায়।
নেটাগরিকদের অবশ্য এতে গন্ধ পাচ্ছে রাজনীতির। ‘সুশান্ত টপিক’ খানিক ‘পুরনো’ হয়ে যাওয়াতেই কি দীপিকা-সারা টপিকের অবতারণ? প্রশ্ন উঠেছে, নরেন্দ্র মোদী সরকারের কৃষি বিলের বিরুদ্ধে দেশ জুড়ে কৃষক বিক্ষোভের ঘোষিত কর্মসূচি থেকে নজর ঘোরাতেই কি ডাক দীপিকার মতো হেভিওয়েট নায়িকাকে? শুধু দীপিকাই নন, রাকুল প্রীত সিংহ, সারা আলি খান, শ্রদ্ধা কপূরদের পর পর তলব করে গোটা বিষয়টিকে বড়সড় মাত্রা দেওয়ার পিছনে কোনও প্রচ্ছন্ন রাজনীতি কাজ করছে কি না, সে প্রশ্নও উঠেছে।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তকে ঘিরে বিহার ও মহারাষ্ট্র সরকারের সংঘাত সামনে এসেছিল। নরেন্দ্র মোদী, নীতীশ কুমারদের দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, বিহারের ভোটের কথা মাথায় রেখে মৃত্যু তদন্ত নিয়ে রাজনীতি হচ্ছে।সুশান্তের পরিবারের তরফে ওঠা অভিযোগগুলি নিয়ে এই মুহূর্তে সিবিআই, ইডির তৎপরতা দেখা যাচ্ছে না মোটেই। শিরোনাম দখল করেছে এনসিবি। ‘ন্যায়বিচার’ আদপে মিলবে কী? জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ? নাকি মাদকের মোড়কে ধামাচাপা পড়ে যাবে কিছু না জানা রহস্য—প্রশ্ন সুশান্ত ভক্তদের। উত্তর জানা নেই।