Sridevi-Madhuri

মাধুরী একাই সব হিট গান পাচ্ছে, সরোজকে ডেকে কী বলেছিলেন শ্রীদেবী?

বলিউডের দুই সুন্দরী তাঁরা। মাধুরী দীক্ষিত এবং শ্রীদেবী। সমসাময়িক না হলেও মাধুরীকে নিজের প্রতিযোগীই মনে করতেন নায়িকা। তার ফলে কী করেছিলেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ১৪:৩৬
Share:

সরোজের সঙ্গে কেন আর কাজ করেননি শ্রীদেবী? ফাইল-চিত্র।

শ্রীদেবী এবং মাধুরী দীক্ষিত বলিপাড়ার দুই সুন্দরী। তাঁদের রূপ, প্রতিভায় মুগ্ধ অনুরাগীরা। যদিও শ্রীদেবীর অনেক পরে নিজের কেরিয়ার শুরু করেন মাধুরী। তবুও সৌন্দর্য এবং অসাধারণ নাচের প্রতিভার জন্য বারবারই শ্রীদেবীর সঙ্গে তুলনা করা হয়েছে তাঁর। মুখে না বললেও যথারীতি এক ধরনের প্রতিযোগিতা যে তাঁদের দু’জনের মধ্যেই তৈরি হয়েছিল সেই আন্দাজ আগে পেয়েছেন দর্শক। তাই তো শ্রীদেবীর মৃত্যুর এতগুলো দিন কেটে যাওয়ার পরও সেই ঘটনাগুলো এখনও মাঝেমাঝেই প্রকাশ্যে চলে আসে।

Advertisement

শ্রীদেবী আর মাধুরী দু’জনেরই বিশেষত্ব তাঁদের নাচ। আর সেই সময়ে প্রথম সারির কোরিওগ্রাফারদের মধ্যে অন্যতম ছিলেন সরোজ খান। তিনিও অবশ্য পৃথিবীতে নেই। সেই সময় সরোজকে নিয়ে রীতিমতো টানাটানি হয়েছিল। কী ঘটেছিল? সেই সময় মাধুরীর ‘ধক ধক’ গান চূড়ান্ত হিট। তখনই সরোজের সঙ্গে বচসায় জড়ান শ্রীদেবী। একের পর এক মাধুরীর হিট গান রীতিমতো চিন্তায় ফেলেছিল শ্রীদেবীকে।

এক দিন ভ্যানিটিতে সরোজকে ডেকে পাঠান শ্রীদেবী। সেখানেই নিজের ক্ষোভ উগরে দেন নায়িকা। অভিনেত্রীর ধারণা হয়েছিল, তিনি মাধুরীর প্রতি বেশি যত্নশীল। তাঁর সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে। সেই দিনের পর থেকে শ্রীদেবীর সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন সরোজ। তখন নায়িকাদের মধ্যে এই প্রতিযোগিতা খুবই সাধারণ ব্যাপার ছিল। যদিও এখন চিত্রটা অনেকটাই অন্য রকম। প্রত্যেকেই প্রত্যেকের বন্ধু, এমনটাই দাবি একাংশের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement