Entertainment News

বাড়ির লক্ষ্মীপুজোয় লাইভ আড্ডা দিলেন অপরাজিতা

অপরাজিতার বাড়ির পুজোর বিশেষত্ব রয়েছে লক্ষ্মী প্রতিমার মধ্যে। প্রত্যেক বছর ঠাকুরকে নিজে হাতে সাজান অভিনেত্রী। শাড়ি, গয়না পরিয়ে যেন এ দিন ঘরের মেয়ের জন্মদিন পালন হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৭ ১৮:৪৪
Share:

লক্ষ্মী ঠাকুরের সামনে অপরাজিতা আঢ্য। ছবি: অনির্বাণ সাহা।

আজ কোজাগরী লক্ষ্মীপুজো। ঘরে ঘরে চলছে ধনদেবীর আরাধনা। বাদ নেই সেলেবরাও। আজ আমরা পৌঁছেছিলাম অভিনেত্রী অপরাজিতা আঢ্যর বাড়িতে। পরিবারের সকলকে নিয়ে পুজোর আয়োজনে ব্যস্ত ছিলেন তিনি। তার মধ্যেই সময় বের করে আমাদের সঙ্গে লাইভ আড্ডা দিলেন। লাইভ ফেসবুক আড্ডায় আজ হাজির ছিলেন আপনারাও। দেশের বাইরে থেকেও অনেক দর্শক অংশ নিয়েছিলেন এই আড্ডায়।

Advertisement

আরও পড়ুন, সিঁদুর খেললেন মুনমুন, ঋতুপর্ণা, গার্গী…

অপরাজিতার বাড়ির পুজোর বিশেষত্ব রয়েছে লক্ষ্মী প্রতিমার মধ্যে। প্রত্যেক বছর ঠাকুরকে নিজে হাতে সাজান অভিনেত্রী। শাড়ি, গয়না পরিয়ে যেন এ দিন ঘরের মেয়ের জন্মদিন পালন হয়। আল্পনা দেওয়া, ভোগ রান্না, সব কাজেই পরিবারের সকলের সঙ্গে হাত মিলিয়ে করেন অপরাজিতা। আড্ডা, গল্প, খাওয়াদাওয়ার মধ্যেই খুব গুরুত্বপূর্ণ একটি কথা মনে করিয়ে দিলেন অপরাজিতা। তাঁর কথায়, ‘‘আমরা লক্ষ্মী ঠাকুরের পুজো করি ঠিকই, তবে মেয়েদের আজও এ সমাজ যোগ্য সম্মান দেয় না। সেই বিষয়টাও মাথায় রাখা উচিত।’’

Advertisement

আরও পড়ুন, দুর্গা ঠাকুর দেখতে মণ্ডপে রণবীর-আলিয়া-রানি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement