Lady Gaga

লেডি গাগার কুকুরকে আচমকা গুলি, ২১ বছরের জেল অভিযুক্তের

২০২১-এর গোড়ার দিকে খ্যাতনামী গায়িকা লেডি গাগার কুকুরদের অপহরণ ও গুলি করে একটি কুকুরকে হত্যা করার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। সেই মামলায় সাজা ঘোষণা করল আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ ২০:৪৫
Share:

গাগার কুকুরকে গুলি করার সাজা ঘোষণা করল আদালত। ফাইল চিত্র।

ভুবনবিখ্যাত পপ গায়িকা লেডি গাগা। বছর খানেক আগের ঘটনা। গায়িকার ৩ পোষ্যকে নিয়ে ভ্রমণে বেরোন কুকুরদের প্রশিক্ষক রায়ান ফিশার। সেই সময় হঠাৎই গাগার পোষ্যদের চুরি করার চেষ্টা করেন এক ব্যক্তি। নাম জেমস হাওয়ার্ড জ্যাকসন। গাগার কুকুর চুরির চেষ্টা করলে বাধা দেন প্রশিক্ষক। সেই সময় গুলি চালান ওই ব্যক্তি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় গাগার কুকুর ওয়াকারের এবং প্রশিক্ষক রায়ান আহত হন। এ বার সেই মামলায় সাজা ঘোষণা হল। অপরাধীকে ২১ বছরের কারাবাসের নির্দেশ দিল আদালত।

Advertisement

২০২১-এর শুরুর দিকে গাগার ৪ পোষ্যকে নিয়ে হাঁটতে বেরোন প্রশিক্ষক ফিশার। সেই সময় বিরল প্রজাতির ৩ টি কুকুরকে চুরির চেষ্টা করেন জ্যাকসন-সহ ও আরও ২ জন। যার মধ্যে মৃত্যু হয় ১ জনের। অন্য দিকে বুলডগের মধ্যে কোজি,গুস্তাভকে চুরি করে পালায় ওই দুষ্কৃতীরা। ঘটনাস্থলে ধস্তাধ্বস্তি হয় প্রশিক্ষকের সঙ্গে। গুলি চালান এক দুষ্কৃতী। গুলি এসে লাগে প্রশিক্ষক রায়ান ফিশারের ফুসফুসে। এর পর চুরি যাওয়া কুকুরদের খুঁজে দেওয়ার জন্য মোটা টাকা পুরস্কার ঘোষণা করেন গাগা। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রশিক্ষক ফিশার।

জ্যাকসন ছাড়া আরও ২ জন ওই ঘটনায় যুক্ত ছিলেন। যাঁরা আগেই হাজতবাস করছিলেন। এ বার জ্যাকসনের বিরুদ্ধে চলতে থাকা এই মামলার সাজা ঘোষণা করল আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement