Joker

জোকারের চোখে চোখ হার্লে কুইনের, আলো-আঁধারিতে সাজানো ফার্স্ট লুকে ঝড় তুললেন পরিচালক

কিছুটা সম্ভ্রম, বাকিটা প্রেম। মুহূর্তবন্দি হার্লে কুইন ও জোকার। প্রকাশ্যে এল টড ফিলিপসের পরের ছবির ফার্স্ট লুক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০৯
Share:

প্রকাশ্যে এল টড ফিলিপসের হার্লে কুইন ও জোকারের ফার্স্ট লুক। ছবি: সংগৃহীত।

২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘জোকার’। টড ফিলিপস পরিচালিত ছবি নজর কেড়েছিল গোটা বিশ্বের। ওয়াকুইন ফিনিক্স অভিনীত এই ছবি স্বীকৃতি পেয়েছিল অস্কারের মঞ্চেও। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা অভিনেতার সম্মান অর্জন করেছিলেন অভিনেতা ওয়াকুইন ফিনিক্স। প্রায় ৫ বছর পরে ২০২৪ সালে মুক্তি পেতে চলেছে জোকার ফ্র্যাঞ্চাইজ়ির পরের ছবি, ‘জোকার: ফলি আ ডিউ’। প্রেম দিবস উপলক্ষে মুক্তি পেল ছবির ফার্স্ট লুক। জোকারের চরিত্রে ওয়াকুইন ফিনিক্স, হার্লে কুইনের চরিত্রে পপ সঙ্গীতশিল্পী লেডি গাগা। একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। চোখেমুখে কিছুটা বিস্ময় মিশ্রিত সম্ভ্রম, বাকিটা প্রেমের উন্মাদনা। ছবির ফার্স্ট লুকেই ঝড় সমাজমাধ্যমে।

Advertisement

ডিসি কমিক্‌সের অন্যতম জনপ্রিয় চরিত্র আর্থার ফ্লেক ওরফে জোকার। জটিল অথচ আবেগপ্রবণ মনস্তত্ত্বের কারণে কমিক্‌সপ্রেমীদের অন্যতম প্রিয় চরিত্র জোকার। কমিক্‌স বইয়ের পাতা থেকে এর আগেও একাধিক বার বড় পর্দায় উঠে এসেছে এই চরিত্র। জোকারের চরিত্রে অভিনয় করেছেন জারেড লেটো, হিথ লেজারের মতো অভিনেতারা। ২০১৯ সালে টড ফিলিপস পরিচালিত ছবিতে জোকারের চরিত্রে অভিনয় করেন ওয়াকুইন ফিনিক্স। বিশ্ব জুড়ে ছবির সাফল্যের পর সিক্যুয়েল ঘোষণা করেন পরিচালক। হার্লে কুইনের চরিত্রের জন্য বাছা হয় ‘আ স্টার ইজ় বর্ন’ খ্যাত লেডি গাগাকে। এর আগে এই চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন মার্গো রবি। ‘সুইসাইড স্কোয়াড’ ফ্র্যাঞ্চাইজ়ি ও ‘হার্লে কুইন: বার্ডস অফ প্রে’ ছবিতে হার্লে কুইনের চরিত্রে দেখা গিয়েছিল ‘দ্য উল্ফ অব ওয়াল স্ট্রিট’ খ্যাত অভিনেত্রীকে।

টড ফিলিপস পরিচালিত ‘জোকার’ ফ্র্যাঞ্চাইজ়িতে হার্লে কুইন হিসাবে দেখা যেতে চলেছে লেডি গাগাকে। উক্ত চরিত্রকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিলেন মার্গো রবি, তাতে লেডি গাগার থেকে অনুরাগীদের আশা কিছু কম নয়। তবে, ‘জোকার: ফলি আ ডিউ’ ছবির ফার্স্ট লুক দেখে অনুরাগীদের বিশ্বাস, হতাশ করবেন না ওয়াকুইন ফিনিক্স ও লেডি গাগার জুটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement