Laboni Sarkar

রাজের ধারাবাহিকে লাবণী

দীর্ঘ দিন পরে ছোট পর্দায় লাবণী ফিরেছিলেন লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজিত ধারাবাহিকের হাত ধরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ ০৬:০৯
Share:

লাবণী

রাজ চক্রবর্তী প্রযোজিত ধারাবাহিক ‘ফেলনা’য় নায়কের মায়ের চরিত্রে দেখা যাবে লাবণী সরকারকে। ‘চ্যালেঞ্জ’ থেকে শুরু করে ‘পরিণীতা’— রাজের অনেক ছবিতেই নায়ক বা নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করেছেন লাবণী। ধারাবাহিকের চরিত্র কতটা আলাদা? রাজ বললেন, ‘‘অন্য রকম তো বটেই। এই চরিত্রটির সঙ্গে পরিবারের বাকিদের আদর্শের সংঘাত চলে।’’

Advertisement

দীর্ঘ দিন পরে ছোট পর্দায় লাবণী ফিরেছিলেন লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজিত ধারাবাহিকের হাত ধরে। তাঁর অভিনীত শেষ ধারাবাহিক ‘ফাগুন বউ’। নতুন ধারাবাহিক সম্পর্কে তাঁর বক্তব্য, ‘‘রাজ তো অনেক আগেই ডেট নিয়ে রেখেছিল। তাই করতেই হত।’’ আগামিকাল থেকে তিনি শুটিং শুরু করবেন।

হাতে রয়েছে বেশ কয়েকটি ছবিও। রাজদীপ ঘোষের ‘কলকাতার হ্যারি’তে আছেন লাবণী। অনুশ্রী মেহতা পরিচালিত একটি হিন্দি ছবিতে তাঁর কাজ করার কথা, যেখানে মুখ্য চরিত্রে রাধিকা আপ্টে। তবে ধারাবাহিকের চাপ সামলে এই ছবিটি করতে পারবেন কি না, তা এখনও চূড়ান্ত করতে পারেননি অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement