Jaan Kumar Sanu

‘বাবা পাশে থাকলে কবে বড় তারকা হয়ে যেতাম’, ক্ষোভ উগরে দিলেন কুমার শানুর ছেলে

বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক তিনি। অথচ নিজের ছেলেকেই নাকি প্রতিষ্ঠা পেতে এতটুকু সাহায্য করেননি। বাবার বিরুদ্ধেই এ বার মুখ খুললেন কুমার শানুর ছেলে, জান কুমার শানু।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ ১৪:২৬
Share:

বাবা তাঁকে একটুও সাহায্য করেননি, কুমার শানুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ছেলে জান কুমার শানু। ছবি: সংগৃহীত।

বলিউডে নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক তিনি। কাজ করেছেন রাহুল দেব বর্মণের মতো তাবড় তারকা সুরকারের সঙ্গে। শ্রোতাদের উপহার দিয়েছেন ‘এক লড়কি কো দেখা তো’র মতো অবিস্মরণীয় গান। জিতেছেন একাদিক নামীদামি পুরস্কারও। সেই কুমার শানুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তাঁর নিজের সন্তান। বাবার বিরুদ্ধে মুখ খুললেন ছেলে জান কুমার শানু। তাঁর অভিযোগ, কাজের ক্ষেত্রে বাবা তাঁকে সাহায্য করেননি একেবারেই। বাবা পাশে থাকলে নাকি এত দিনে বড় তারকাদের এক জন হতে পারতেন তিনি, দাবি জান কুমার শানুর।

Advertisement

কুমার শানু ও তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের সন্তান জান কুমার শানু। জানের যখন মাত্র ৬ মাস বয়স, তখনই বিচ্ছেদ হয় কুমার শানু ও তাঁর স্ত্রীর। বড় হয়ে সলমন খানের ‘বিগ বস্’ রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেছিলেন জান কুমার শানু। ‘বিগ বস্’-এর ১৪তম সিজ়নে দেখা গিয়েছিল তাঁকে। তখন থেকেই বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছেলের। জান কুমার শানুর অভিযোগ, ‘‘বাবা আমাকে কাজের ক্ষেত্রে এতটুকু সাহায্য করেননি। যদি তা করতেন, তা হলে আমি আজ ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকাদের মধ্যে এক জন হতাম।’’ জান আরও বলেন, ‘‘তবে আমার কারও বিরুদ্ধে কোন অভিযোগ নেই, কারও প্রতি কোনও দাবিদাওয়াও নেই। আমার ভগবানের উপর ভরসা আছে। আমার জন্য উনি নিশ্চয়ই কোনও পরিকল্পনা করে রেখেছেন।’’

শুধু তা-ই নয়, বাবা কুমার শানুর সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও মুখ খোলেন জান কুমার শানু। ছোট থেকে নাকি বাবাকে ছাড়াই বড় হয়েছেন তিনি। তাঁর দাবি, ‘‘আমি তো জানতামও না আমার বাবার বিষয়ে। অনেক বড় বয়সে জানতে পেরেছি ওঁর ব্যাপারে।’’ জানের আক্ষেপ, ‘‘আমি জানি না, কেন উনি আমাকে কোনও দিন গায়ক হয়ে ওঠার জন্য সাহায্য করেননি বা আমার হয়ে প্রচার করেননি।’’

Advertisement

অন্য দিকে কুমার শানুর দাবি, বাবা হিসাবে নিজের দায়িত্বটুকু পালন করেছেন তিনি। গায়ক জানান, মুকেশ ভট্ট, রমেশ তৌরানির মতো প্রযোজক-পরিচালকদের কাছে নাকি ছেলের কথা বলেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement