Kriti Sanon

‘আপনার প্রেমিক নেই?’ জিজ্ঞেস করতেই রহস্যময় হাসি কৃতির, কী বললেন?

এক পুরস্কার অনুষ্ঠানে কৃতি একাই এসেছিলেন। ব্যক্তিজীবনেও তিনি কি একাই? কৌতূহল প্রকাশ করার সুযোগ ছাড়লেন না আলোকচিত্রীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ১৫:২২
Share:

কৃতি কি একা? ফাইল চিত্র।

চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আসছে ‘ভেড়িয়া’। ২৫ নভেম্বর ছবি মুক্তির আগে বিভিন্ন প্রচার অনুষ্ঠানে গিয়ে বক্তব্য রাখছেন অভিনেত্রী। সঙ্গে দেখা যাচ্ছে সহ-অভিনেতা বরুণ ধওয়ানকেও। বুধবার রাতেও এক পুরস্কার অনুষ্ঠানে উপস্থিতি রেখেছিলেন কৃতি। একাই এসেছিলেন। কানে হিরের দুল। গাঢ় নীল টু-পিস পোশাকে ক্যামেরার সামনে পোজ দিলেন। সে সময় কৌতূহল প্রকাশ করার সুযোগ ছাড়লেন না আলোকচিত্রীরা। কৃতিকে প্রশ্ন করা হয়, “আপনার প্রেমিক নেই?” উত্তরে কী বললেন অভিনেত্রী? শুরুতে কিছুই বললেন না। দুষ্টুমি ভরা হাসি মুখে এনে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। তার পর চমকপ্রদ জবাব কৃতির।

Advertisement

হাসতে হাসতে বললেন, “তাতে কী হল?” এর পরই জল্পনা। অভিনেত্রী যে সঙ্গীহীন, স্বীকার করে নিলেন তবে? কিন্তু এতে যে পরোয়া নেই, তা-ও বুঝিয়ে দিলেন অভিনেত্রী। তিনি যে একাই একশো! হাতে এখন একগুচ্ছ কাজ কৃতির। পরবর্তী ছবি ‘ভেড়িয়া’ মুক্তির পাশাপাশি শুটিং চলছে ‘গণপথ’ এবং ‘আদিপুরুষ’-এর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement