কঙ্কনা সেনশর্মা।
ইদানীং নেটমাধ্যমে তারকাদের ঘুরতে যাওয়া বা সাজগোজের থেকেও বেশি চোখে পড়ে তাঁদের টিক নেওয়ার ছবি। করোনার কবল থেকে বাঁচতে টিকা নেওয়ার মুহূর্তটা লেন্সবন্দি করে প্রায় প্রত্যেকেই সাজিয়ে রাখেন ইনস্টাগ্রামের দেওয়ালে। আর তার সঙ্গেই সাধারণ মানুষের উদ্দেশে বার্তা, ‘যত দ্রুত সম্ভব টিকা নিন’।
কিন্তু টিকা পাওয়া যাবে কোথায়? টিকার জন্য নথিভুক্ত করতে স্য়ে নাজেহাল হচ্ছেন অনেকেই। এ বার সেই মুশকিল কিছুটা আসান করার চেষ্টা করলেন অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা। সম্প্রতি টিকা নিয়েছেন তিনিও। সেই ছবি পোস্ট করার সঙ্গেই বাতলে দিলেন টিকার জন্য নাম নথিভুক্ত করার সহজ উপায়। কী জানালেন তিনি?
প্রথমে একটি ওয়েবসাইটের খোঁজ দিয়েছেন তিনি। নাম কোভিঅ্যালার্টস.ইন। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এই ওয়েবসাইটে নাম নথিভুক্ত করলে দ্রুত জানা যাবে নিজের এলাকায় কোথায় পাওয়া যাচ্ছে কোভিড টিকা। এ ছাড়াও কোউইনের সাইটে যেতে হলে গুগল ক্রোমের ইনকগনিটো মোড ব্যবহার করার কথা বলেছেন অভিনেত্রী। কম্পিউটার এবং ল্যাপটপে গুগল ক্রোমে ঢুকে একই সঙ্গে কন্ট্রোল, শিফট এবং ‘এন’ একসঙ্গে টিপলে খুলে যাবে ইনকগনিটো মোড। এ ছাড়াও গুগল ক্রোমে সোজাসুজি ইনকগনিটো মোড খোলার বিকল্প ব্যবস্থাও থাকে।
এ ছাড়াও প্রত্যেককে দুটি করে মাস্ক পরার এবং কোভিড সতর্কতা মেনে চলার অনুরোধ করেছেন কঙ্কনা।