nusrat jahan

Yash-Nusrat: বছরশেষে বিস্ফোরণ! যশের পরামর্শে তাঁর সঙ্গে পালিয়েছিলেন নুসরত?

সপাট জবাব যশের, ‘‘আমাদের ব্যাপারে লোকেরা ভাল বলে না, আমি কী করে ভাল বলব!’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৮:২৩
Share:

প্রকাশ্যে যশ-নুসরত প্রেমকথা

যশ দাশগুপ্ত-নুসরত জাহানের প্রেম কাহিনি শুনতে চান? দম্পতি বলছেন, সিনেমাকেও হার মানাবে তাঁদের প্রেমকথা!

বছরশেষে বিস্ফোরণ ঘটালেন দম্পতি। বিচ্ছেদ নয়, প্রেমে আছেন তাঁরা। বুঝিয়ে দিয়েছেন সবাইকে। জানিয়েওছেন, কে প্রথম কাছে এসেছেন? কী ভাবে ভালবেসেছেন! তাঁদের এই আত্মবিশ্লেষণে থতমত খেয়েছেন অনুরাগীরা! এ বারেও প্রশ্নকর্তার ভূমিকায় নুসরত। একটুও অপ্রস্তুত না হয়ে, মুখের উপরে টান টান জবাব দিয়েছেন যশ। জানিয়েছেন, তিনি আর নুসরত নাকি পালিয়ে গিয়েছিলেন! সত্যি? নুসরত হাসতে হাসতে বল ঠেলেছেন যশের কোর্টে। তাঁর দাবি, ‘‘তুমিই তো বললে, চল পালাই!’’

Advertisement

এটা যদি মুখরা হয়, অন্তরার তখনও বাকি! অনর্গল যশের মতে, যার বাড়ি ফিরতে ইচ্ছে করছে না নিজের বউয়ের জন্য, সে তো অন্য কোথাও যাবেই! কথার সূত্রে দার্শনিকও হয়ে পড়েছেন তিনি। জানিয়েছেন, সম্পর্কের বিষয়ে সার কথা জেনেছেন তিনি। দু’টি মানুষের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি আসে, তখনই সমস্যা তৈরি হয়। সঙ্গে সঙ্গে হাল ধরেছেন নুসরত। যশের কাছে আদুরে আবদার, ‘‘আমাদের ব্যাপারে কিছু ভাল ভাল কথাও বল! সারাক্ষণ শুধু খারাপ...!’’ অভিনেতা সঙ্গে সঙ্গে সুদে-আসলে মিটিয়ে নিয়েছেন সারাক্ষণ কটাক্ষ করার ক্ষোভ। সপাট জবাব তাঁর, ‘‘আমাদের ব্যাপারে লোকেরা ভাল বলে না, আমি কী করে ভাল বলব!’’

‘সঙ্গী’কে শান্ত করতেই কি অভিনেত্রী সামান্য লাগামছাড়া? হালছাড়া গলায় স্বীকার করে নিয়েছেন, ‘‘আমি তোমায় ভালবেসেছি। এটা আমার সিদ্ধান্ত। বাকিটা তো ইতিহাস!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement