Koel Mullick

রিপোর্ট নেগেটিভ কোয়েলের

কোয়েল জানিয়েছেন যে, তাঁরা প্রত্যেকেই এখন করোনামুক্ত এবং সুস্থ আছেন।

Advertisement
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২০ ০০:০১
Share:

কোয়েল

গত ১০ জুলাই কোয়েল মল্লিক টুইট করে জানান যে, তিনি, রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক ও নিসপাল সিংহ কোভিড-১৯-এ আক্রান্ত। চিকিৎসকের নির্দেশমতো তাঁরা হোম কোয়রান্টিনেই ছিলেন। রবিবার টুইট করে কোয়েল জানিয়েছেন যে, তাঁরা প্রত্যেকেই এখন করোনামুক্ত এবং সুস্থ আছেন। শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে কোয়েল টুইট করেছেন, ‘‘প্রত্যেকের ভালবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনও শব্দ নেই আমাদের কাছে। আমরা প্রত্যেকে সেরে উঠেছি। কোভিড-১৯ টেস্ট রিপোর্টও নেগেটিভ এসেছে সকলের।’’

Advertisement

অন্য দিকে প্রবীণ সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর মেয়ে অভিনেত্রী ঊষসী চক্রবর্তীও হোম কোয়রান্টিনে চলে যান। তবে তিনি করোনা টেস্ট করালে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। ঊষসীর কথায়, ‘‘এমনিতেও বাবা আর আমার ফ্ল্যাট আলাদা, অন্য ফ্লোরে। তবুও টেস্ট করাই, আমার রিপোর্ট নেগেটিভ এসেছে। ‘শ্রীময়ী’র শুটিংয়ে ফিরতে চাই। প্রোডাকশন থেকে অনুমতি পেলেই শুটিং শুরু করব। বাবা আপাতত চিকিৎসাধীন আছেন, তাঁর অবস্থাও স্থিতিশীল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement