Salman Khan

তারাদের ভিড়ে আরও বড় তারা! সলমনের ছবিতে এলেন অলিম্পিকের বক্সিং চ্যাম্পিয়ন

‘কিসি কা ভাই কিসি কি জান’-এ যোগ দিলেন অলিম্পিকের বক্সিং চ্যাম্পিয়ন বীজেন্দ্র সিংহ। প্রযোজক সলমন খান-সহ দলের সকলেই সাদর আপ্যায়ন করলেন তাঁকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ১১:৫২
Share:

অলিম্পিকের বক্সিং চ্যাম্পিয়ন বীজেন্দ্র সিংহও যোগ দিয়েছেন ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর সেটে ছবি:ইনস্টাগ্রাম

পরিবার আরও বড় হল ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর। এ বার কাকে আনলেন সলমন খান? শোনা যাচ্ছে, অলিম্পিকের বক্সিং চ্যাম্পিয়ন বীজেন্দ্র সিংহও যোগ দিয়েছেন তারাদের হাটে। অভিনেতা তথা প্রযোজক সলমন খান খেলোয়াড়কে স্বাগত জানালেন বিনোদনের জগতে। এই প্রথম পর্দায় বীজেন্দ্র। তাঁর কাছেও এ এক নতুন রোমাঞ্চ। সুখবর ভাগ করে একটি ছবি পোস্ট করেছেন সলমন। কালো শার্ট, ম্যাচিং টাই, ধূসর প্যান্টে বীজেন্দ্রকে দেখা যাচ্ছে তারাদের মধ্যমণি হয়ে বসে থাকতে। তাঁর পাশে সলমন, সিদ্ধার্থ নিগম, রাঘব জুয়াল এবং জস্‌সি গিল। হাত মুঠো করে রেখেছেন সবাই বুকের কাছে। মিড-এয়ার ফিস্টে সম্মান জানালেন বক্সারকে।

Advertisement

২৯ অক্টোবর জন্মদিনও ছিল বীজেন্দ্রর। তাঁকে শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করলেন ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর সদস্যরা। কিছু দিন আগেই ছবি মুক্তির দিন পিছিয়েছেন নির্মাতারা। আগে জানা ছিল, ‘টাইগার ৩’-এর আগে সলমনকে ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ দেখা যাবে। চলতি বছর ৩০ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তার বদলে তারিখ পিছিয়ে নিয়ে যাওয়া হল পরের বছর।

আনুষ্ঠানিক ভাবে মুক্তির তারিখ ঘোষণা করা না হলেও, কানাঘুষোয় শোনা যাচ্ছে, ২০২৩-এর ২১ এপ্রিল, ইদের দিন ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পাবে। সলমন জানান, সপরিবার দেখার মতো বিনোদনমূলক ছবি এটি। পরিচালনায় ফরহাদ সামজি। অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, জস্‌সি গিল এবং রাঘব জুয়াল। ভেঙ্কটেশ এবং জগপতি বাবুও ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement