Kirti Kulhari

জনতার সম্পত্তি নই, যে সব জবাব দিতে হবে

তারকাদের ব্যক্তিগত জীবনে যখন তখন অনুমতির পরোয়া না করেই ঢুকে পড়ার মনোভাবের প্রতিবাদ জানালেন বলিউড অভিনেত্রী কীর্তি কুলহারি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ১৬:৪৬
Share:

কীর্তি কুলহারি।

তারকাদের ব্যক্তিগত জীবনে যখন তখন অনুমতির পরোয়া না করেই ঢুকে পড়ার মনোভাবের প্রতিবাদ জানালেন বলিউড অভিনেত্রী কীর্তি কুলহারি। তাঁর বক্তব্য,তাঁরা জনগণের প্রিয় ব্যক্তিত্ব হতে পারেন, কিন্তুতার মানে এই নয় যে, তারা যা খুশি তাই প্রশ্ন করবে আর তারকাদের তার জবাব দিয়ে যেতে হবে।মুম্বইয়ের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সক্ষাৎকারে কীর্তি তাঁর এই অসন্তোষ উজাড় করে দিয়েছেন।

Advertisement

তাঁর অভিমত, তাঁর দায় শুধুমাত্র কাজের প্রতি। ভাল অভিনয় উপহার দিয়েই তিনি জনতাকে আনন্দ দিতে চান। কিন্তু, এর বেশি কিছু করা তাঁর পক্ষে বোঝার মতো লাগে। কারণ, তিনি মনে করেন তিনিও একজন সাধারণ মানুষ। আক্ষেপ করে কীর্তি বলেন, ‘‘জনতার সামনে যখন আমরা সেলিব্রিটিরা এসে দাঁড়াই, তখন মাঝে মাঝে ওঁরা আমাদের মানুষ হিসাবেও গণ্য করেন না।আর এখানেই আমার আপত্তি। আমরা জনতার প্রিয় অভিনেতা, জনপ্রিয় ব্যক্তিত্ব হতে পারি, কিন্তুজনতার সম্পত্তি নই যে তাঁরা আমাদের ব্যক্তিগত বিষয়ে যথেচ্ছ হস্তক্ষেপ করতে পারবেন।’’

‘পিঙ্ক’ খ্যাত অভিনেত্রী কীর্তি বরাবরই পর্দায় সাবলীল চরিত্রে অভিনয় করেছেন।‘উরি দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবিতেও এক দৃঢ়চেতা যুদ্ধবিমান চালকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘ইন্দু সরকার’, ‘মিশন মঙ্গল’-এর মতো ছবিতেও সাবলীল চরিত্রে পাওয়া গিয়েছে কীর্তিকে।ব্যক্তিগত জীবনেও যে তিনি সাবলীলতাই পছন্দ করেন এবার সেটাও বুঝিয়ে দিলেন কীর্তি।খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে কীর্তি অভিনীত ছবি, ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। ছবিতে পরিণীতি চোপড়া, অদিতি রাও হায়দারির সঙ্গে মূল চরিত্রেই অভিনয় করেছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: ‘আই অ্যাম ব্যাক’, সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রেমো ডি’সুজা

আরও পড়ুন: কোনও দিন স্বীকারই করেননি, জেসিকা হাইন্সের ছেলে জান কি আমিরের চতুর্থ সন্তান?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement