জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পেলেন কিরণ
সোমবার ৬৯ বছর বয়সে পা দিলেন অভিনেত্রী ও রাজনীতিবিদ কিরণ খের। জন্মদিনে ভিডিয়ো করে অনুরাগীদের ধন্যবাদ জানালেন অভিনেত্রী। অনুপম খের তাঁর স্ত্রীর একাধিক ছবি দিয়ে ভরিয়ে তুলেছেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল। কিন্তু এই সমস্ত ছবি ও ভিডিয়োর মধ্যে একটি বিশেষ ছবি ঝলমল করছে ক্যানসার আক্রান্ত অভিনেত্রীর ইনস্টাগ্রামে। কিরণকে পাঠানো দেশের প্রধানমন্ত্রীর চিঠির ছবি পোস্ট করেছেন কিরণ। অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদীকে।
চিঠিতে লেখা, ‘জন্মদিনে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্যের কামনা করি। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তিনি আপনাকে সর্বদা রক্ষা করুন। আপনার সমাজ সেবা জারি থাকুক। অভিজ্ঞতার সাহায্য নিয়ে এবং নেতৃত্ব দিয়ে এই দেশকে আরও উচ্চতায় নিয়ে যান। আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধির কামনা করি। আরও এক বার জন্মদিনের শুভেচ্ছা জানাই আপনাকে।’ নীচে লেখা, ‘আপনার নরেন্দ্র মোদী।’
চিঠির ছবি পোস্ট করে কিরণ লিখেছেন, ‘জন্মদিনে আপনার আন্তরিক শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমি কৃতজ্ঞ।’
কিন্তু এই ছবি পোস্ট করার পরেই নেটাগরিকদের আক্রমণের শিকার হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। প্রধানমন্ত্রীর ‘চেলা’ থেকে শুরু করে ‘নাটক’ করার অভিযোগ এসেছে তাঁর দিকে। অধিকাংশ নেটাগরিক মন্তব্য বাক্সে সরাসরি প্রশ্ন রেখেছেন, ‘জন্মদিনে আপনাকে চিঠি লেখার সময় পাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু কৃষকদের দিকে ফিরেও তাকাচ্ছেন না।’ কেউ কেউ কোভিডে মৃতদের স্মরণে লিখলেন, ‘গোটা দেশটাকে শ্মশান বানিয়ে দিল এই সরকার।’