Kiara Advani

Kiara Advani-Karan Johar: কোথায় স্বজনপোষণ? কর্ণকে নিয়ে যারা এ সব রটায়, ভুল বলে: কিয়ারা

কর্ণ জোহরের ছবিতে নাকি জায়গা পান স্রেফ তারকা-সন্তানেরাই। নতুন মুখেদের প্রতিভা যতই থাক, পরিচালক নাকি ঝুঁকে থাকেন বরুণ ধবন, আলিয়া ভট্টদের দিকেই! সেই অভিযোগ উড়িয়ে পাশে দাঁড়ালেন কিয়ারা আডবানি। অভিনেত্রীর দাবি, কেরিয়ারের শুরুর দিনগুলোয় তাঁকে সাহায্য করেন কর্ণই। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মে ২০২২ ১৭:২০
Share:

নতুন মুখ কিয়ারার পাশে দাঁড়ান কর্ণ।

তাঁর বিরুদ্ধে বহু দিন ধরেই স্বজনপোষণের অভিযোগ। কর্ণ জোহরের ছবিতে নাকি জায়গা পান স্রেফ তারকা-সন্তানেরাই। নতুন মুখেদের প্রতিভা যতই থাক, পরিচালক নাকি ঝুঁকে থাকেন বরুণ ধবন, আলিয়া ভট্টদের দিকেই! সেই অভিযোগ উড়িয়েই এ বার পাশে দাঁড়ালেন কিয়ারা আডবানি। অভিনেত্রীর দাবি, বলিউডে কোনও পারিবারিক পরিচিতি না থাকা সত্ত্বেও কেরিয়ারের একেবারে শুরুর দিনগুলোয় তিনি পাশে পেয়েছিলেন কর্ণকেই।

ইন্ডাস্ট্রিতে তখন কিয়ারা একেবারে নতুন। পরিচালক-প্রযোজকদের দোরে দোরে ঘুরছেন। কাজের দেখা নেই। এমনকি ফিরিয়ে দিচ্ছিলেন ডিজাইনাররাও। সেই হতাশার সময়েই আচমকা কর্ণের সঙ্গে তাঁর সাক্ষাৎ। ২০১৮-য় কর্ণের ছবি ‘লাস্ট স্টোরিজ’-এ সুযোগ পান কিয়ারা। অভিনেত্রীর তাই কৃতজ্ঞতার শেষ নেই পরিচালকের কাছে।

Advertisement

অভিনেত্রীর কথায়, ‘‘বলিউডে আকছার শোনা যায়, কর্ণ নাকি স্বজনপোষণেই ব্যস্ত। তারকা-সন্তান না হলে কেউ নাকি তাঁর ছবিতে সুযোগ পায় না। অথচ সেই কর্ণই কিন্তু আমায় নিজে থেকেই ওঁর ছবিতে নিয়েছিলেন। কেউ ওঁকে আমার কথা বলেনি। এমনকি যে সংস্থা আমার জন্য কাজ খুঁজছিল, তাঁরাও আমায় কর্ণের কাছে নিয়ে যায়নি। আমি তখন বলিউডে একেবারে অপরিচিত। কেউই নই বলা যায়। যারা ওঁকে নিয়ে এ সব বলে, তারা ভুল বলে।’’

‘শেরশাহ’-এর নায়িকা একই ভাবে কৃতজ্ঞ ডিজাইনার মণীশ মলহোত্রর কাছেও। তাঁর দাবি, ‘‘ডিজাইনাররাও নাকি শুধু তারকাদেরই সাজান। কই মণীশ তো তা করেননি! আমি একেবারে আনকোরা হলেও আমার পাশে দাঁড়িয়েছিলেন। নিজের পোশাকে আমায় সাজিয়েছিলেন।’’

নিন্দকেরা এ বার কী বলবেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement