গুজব ছড়িয়ে খবরে থাকতে চাই না

কেরিয়ারের শুরুতেই কর্ণ জোহরের ক্যাম্পের সহায়তা কিয়ারাকে অবশ্যই বাড়তি মাইলেজ দিয়েছে।

Advertisement

শ্রাবন্তী চক্রবর্তী

শেষ আপডেট: ২১ জুন ২০১৯ ০০:০১
Share:

বলিউডে নতুন মুখের মধ্যে কিয়ারা আডবাণী বেশ জনপ্রিয়। ‘লাস্ট স্টোরিজ়’, ‘কলঙ্ক’ বা ধোনির বায়োপিক তাঁকে পরিচিতি দিয়েছে। ‘কবীর সিংহ’ দিয়ে এই প্রথম বলিউডের কোনও ছবিতে লিড চরিত্র করছেন কিয়ারা। তাঁর আসল নাম আলিয়া। কিন্তু আলিয়া ভট্টর নামের সঙ্গে যাতে গুলিয়ে না যায়, তাই নিজের নাম বদলে ফেলেন।

Advertisement

কেরিয়ারের শুরুতেই কর্ণ জোহরের ক্যাম্পের সহায়তা কিয়ারাকে অবশ্যই বাড়তি মাইলেজ দিয়েছে। নায়িকার কথায়, ‘‘কাজের ক্ষেত্রে নিজের ইনস্টিংক্টকেই প্রাধান্য দিই। চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে পারলে রাজি হই। যেহেতু কর্ণ জোহরের সঙ্গে কাজ করেছি, তাই ওঁর মতামত প্রায়শই নিয়ে থাকি।’’

কিয়ারার হাতে এখন চারটি ছবি। যদিও নায়িকা বলছেন, তিনি নাকি হিসেব কষে কাজ করতে পারেন না। কিয়ারাকে লাইমলাইটে আসার জন্য অপেক্ষা করতে হয়েছে। তাঁর প্রথম ছবি ‘ফাগলি’ ফ্লপ। নায়িকা মেনে নিলেন সে কথা, ‘‘কোনও কাজ ছিল না। কেউ মিট করতেও চাইত না। ধোনির বায়োপিকের পরে একটু পরিস্থিতি বদলাল। তবে ‘লাস্ট স্টোরিজ়’-এর পরে যাঁরা আমার সঙ্গে দেখাও করতে চাইতেন না, তাঁরা কাজের প্রস্তাব দিতে লাগলেন। এখন আমার কেরিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী। সেটাই বজায় রাখতে চাই।’’

Advertisement

তাঁর সঙ্গে সিদ্ধার্থ মলহোত্রের সম্পর্ক নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে। বিষয়টি উড়িয়ে দিয়ে নায়িকা বললেন, ‘‘এটা সম্পূর্ণ ভুল। আগে এগুলো পড়লে রাগ হতো। এখন হাসি পায়। আমি গুজব ছড়িয়ে শিরোনামে আসতে চাই না। যে দিন সম্পর্কে জড়াব, সকলকে জানিয়ে দেব।’’

জীবনে এক বার ব্যর্থ প্রেমের মুখোমুখি হয়েছেন। তাই ভেবেচিন্তে জীবনসঙ্গী বাছতে চান। কিয়ারা জানালেন, প্রেমের বিষয়ে তিনি বিশ্বস্ত থাকতেই চান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement