Kiara Advani

সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে লুকিয়ে আফ্রিকান সাফারি কিয়ারার? জল্পনা তুঙ্গে তুলল ভিডিয়ো

তেমনই একটি ভিডিয়ো দেখে নেটিজেনদের প্রশ্ন, তবে কি লুকিয়ে সিদ্ধার্থের সঙ্গে আফ্রিকা গিয়েছিলেন ‘কবীর সিংহ’-এর নায়িকা?

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ ১২:০৭
Share:

আফ্রিকান সাফারিতে কিয়ারা আডবাণী। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র। তাঁদের সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন রয়েছে বলিউডে। যদিও তাঁরা কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি। সম্প্রতি আফ্রিকান সাফারিতে গিয়েছিলেন কিয়ারা। ঘুরতে গিয়ে সেখানকার অনেক ছবি ও ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন নায়িকা। তেমনই একটি ভিডিয়ো দেখে নেটিজেনদের প্রশ্ন, তবে কি লুকিয়ে সিদ্ধার্থের সঙ্গে আফ্রিকা গিয়েছিলেন ‘কবীর সিংহ’-এর নায়িকা?

Advertisement

যে ভডিয়ো নিয়ে জল্পনা, তাতে দেখা যাচ্ছে, সাফারিতে গিয়ে হুড খোলা জিপে বসে রয়েছেন কিয়ারা। পাশে সবুজ খেতের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে জিরাফ। তা দেখে যিনি কিয়ারার ছবি তুলছেন, তিনি বলে উঠলেন, ‘ওয়াও’। নেটিজেনদের সন্দেহ, ক্যামেরার পিছনে থাকা যাঁর গলার আওয়াজ পাওয়া গিয়েছে, তিনি সিদ্ধার্থ। জল্পনা আরও বাড়িয়েছে দু’জনের ইনস্টাগ্রাম থেকেই একই জায়গার প্রায় একই ধরনের ছবি পোস্ট হওয়াতেও।

এরই মধ্যে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার গভীর রাতে মুম্বই বিমানবন্দরে এক সঙ্গে নাকি ফিরতে দেখা গিয়েছে কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রকে। তা হলে নেটিজেনদের সন্দেহই কি সত্যি?

Advertisement

OMG! What a beautiful view 😍

A post shared by Instant Bollywood (@instantbollywood) on

আরও পড়ুন: সইফের হাত ধরে বলি অভিষেক ঘটছে এক কালের হট নায়িকার এই মেয়ের

আরও পড়ুন: তাইল্যান্ডে ছুটি কাটিয়ে ফিরলেন জুটি, বিমানবন্দরেও আলিয়াকে আগলে রাখলেন রণবীর

Walking safari 🦒 #OneWithNature

A post shared by KIARA (@kiaraaliaadvani) on

Further you look, closer you feel

A post shared by KIARA (@kiaraaliaadvani) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement