Kiara Advani

বলিউডের এক বিখ্যাত নায়কের কথায় বাবা-মায়ের দেওয়া নামই বদলে ফেলেছিলেন ‘কবীর সিং’-এর এই নায়িকা!

কিন্তু বাবা-মায়ের দেওয়া আদরের নাম বদলে কেন ফেললেন ‘কবীর সিং’-এর নায়িকা? নেপথ্যে রয়েছে এক অদ্ভুত কারণ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৫
Share:

কিয়ারা আডবাণী।

বাবা মা শখ করে মেয়ের নাম রেখেছিলেন আলিয়া। স্কুল-কলেজের সেই নামেই পরিচিত ছিলেন তিনি। কিন্তু আলিয়া আডবাণী হঠাৎই হয়ে গেলেন কিয়ারা আডবাণী। তাঁর আসল নামের কথা ভুলেও গেলেন ফ্যানেরা। কিয়ারা নামেই পেতে থাকলেন নাম, খ্যাতি।

Advertisement

কিন্তু বাবা-মায়ের দেওয়া আদরের নাম বদলে কেন ফেললেন ‘কবীর সিং’-এর নায়িকা? নেপথ্যে রয়েছে এক অদ্ভুত কারণ।

বলিউডে সাফল্য পাওয়ার ইচ্ছা অনেকদিন ধরেই ছিল আলিয়া থুড়ি কিয়ারার। কেরিয়ারের একদম শুরুর দিক তখন, ওই ২০১৩-১৪ হবে। ছোটখাটো ব্রেক মিলছে স্বপ্ন নগরীতে। মডেলিং বা বিজ্ঞাপনের কাজ পাচ্ছেন টুকটাক। সে সময় আবার আলিয়া ভট্টের বাজার একেবারে তুঙ্গে। জনপ্রিয়তাতেও তিনি প্রথম পাঁচে। এমন সময় এক প্রভাবশালী অভিনেতা কিয়ারাকে পরামর্শ দেন, ইন্ডাস্ট্রিতে যদি নাম করতে চাও তা হলে বদলাতে হবে নাম। একই জায়গায় দুই আলিয়া... মানাতে অসুবিধে হবে ফ্যানেদের।

Advertisement

সেই অভিনেতার পরামর্শেই নিজের নাম কিয়ারা রেখে দেন আলিয়া। কিন্তু এত নাম থাকতে হঠাৎ কিয়ারা কেন? এর পিছনেও রয়েছে রহস্য। যা ফাঁস করেছেন অভিনেত্রী নিজেই।

আরও পড়ুন-‘মিথিলাকে তিন কোটি টাকার গাড়ি উপহার দিয়েছেন সৃজিত’! পরিচালক বললেন...

আরও পড়ুন-সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করে ট্রোলের শিকার, টুইটার ছাড়লেন জাভেদ জাফরি

প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত ২০১০-এ মুক্তিপ্রাপ্ত ছবি ‘আনজানা আনজানি’তে প্রিয়ঙ্কার নাম ছিল কিয়ারা। কিয়ারা নাম শুনতেই বেশ পছন্দ হয়ে গিয়েছিল আলিয়া আডবাণীর। তিনি ঠিক করেন নিজের মেয়ের নাম রাখবেন কিয়ারা। কিন্তু যখন নিজের নাম পরিবর্তন করার প্রয়োজন হল, মেয়ে অবধি আর অপেক্ষা না করে নিজেই নিজের নাম পাল্টে ফেললেন কিয়ারা।

কিন্তু কোন অভিনেতার মাথা থেকে বেরোনো আইডিয়া ছিল এই নাম পরিবর্তনের? তিনি আর কেউ নন, বলিউডের ভাইজান, সলমন খান। তিনি কিয়ারাকে পরামর্শ দিয়েছিলেন নাম পরিবর্তনের। কিন্তু আধার এবং বাকি পরিচয়পত্রে কিয়ারার নাম এখনও আলিয়াই রয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন খুব শীঘ্রই সেখানেও পরিবর্তন আনার কথা ভাবছেন তিনি।

দেখুন কিয়ারার কিছু ছবি

Muse for life❤️@manishmalhotra05❤️

A post shared by KIARA (@kiaraaliaadvani) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement