কবিতা কৃষ্ণমূর্তি।
তাঁর সুরেলা কণ্ঠে বরাবরই বুঁদ শ্রোতারা। '১৯৪২ আ লাভস্টোরি', 'খামোশি, দ্য মিউজিক্যাল', 'বম্বে', 'হাম দিল দে চুকে সনম'- ৯০-এর দশকে একের পর এক গানে মাতোয়ারা বলিউড। সেই কবিতা কৃষ্ণমূর্তি ইদানীং কিছুটা হতাশ সেই বলিউডের গান নিয়েই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পাঁচ দশকের গান নিয়ে কথা বলেছেন কবিতা। সেখানেই কিছুটা আক্ষেপের সুরে তিনি বলেন, "আজকাল হিন্দি ছবির গানে তেমন কথা কই! ভাল গানের কথার অভাব টের পাই।"
তবে একইসঙ্গে গায়িকা গান নিয়ে বলিউডের পরীক্ষানিরীক্ষার প্রশংসাও করেছেন। বলেছেন, "হিন্দি ছবির গান আজকাল অনেক রকম পরীক্ষানিরীক্ষার পথে হাঁটছে। নানা ধরনের, নানা স্বাদের গান তৈরি হচ্ছে। এটা খুব ভাল।"