Akshay Kumar-Kartik Aaryan

অক্ষয়ের ‘বিতর্কিত’ পানমশলার বি‌‌জ্ঞাপনে ১৫ কোটির প্রস্তাব ফেরান কার্তিক! কিন্তু কেন?

পানমশলার বিজ্ঞাপনে মুখ দেখিয়ে বিতর্কে পড়েন অক্ষয় কুমার। অক্ষয়ের আগেই ওই বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়েছিলেন কার্তিক আরিয়ান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২২ ১৭:১০
Share:

কেন অক্ষয়ের বিজ্ঞাপন ফিরিয়েছিলেন কার্তিক?

সম্প্রতি একটি পানমশলার বিজ্ঞাপনে অভিনয় করে বিতর্কে জড়িয়েছিলেন অক্ষয় কুমার। অনুরাগীদের কটাক্ষের চাপে শেষ পর্যন্ত ওই বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন বলিউডের খিলাড়ি কুমার। এ বারে ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করেই নতুন একটি খবর প্রকাশ্যে এসেছে। সূত্রের দাবি, ওই বিজ্ঞাপনে অভিনয়ের জন্য অক্ষয়ের আগে প্রস্তাব গিয়েছিল বলিউডের তরুণ সুপারস্টার কার্তিক আরিয়ানের কাছে। কিন্তু কার্তিক সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

Advertisement

অক্ষয়ের সঙ্গে ওই বিজ্ঞাপনে দেখা দেখা গিয়েছিল শাহরুখ খান ও অজয় দেবগণকে। সূত্রের খবর, প্রথমে নির্মাতারা বিজ্ঞাপনে বলিউডের প্রথম সারির কোনও তরুণ অভিনেতাকে চাইছিলেন। সে জন্য তাঁদের প্রথম পছন্দ ছিলেন কার্তিক। উদ্দেশ্য পূরণের জন্য অভিনেতাকে ১৫ কোটি টাকা পারিশ্রমকের প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত কার্তিক রাজি না হওয়ায় প্রস্তাব যায় অক্ষয়ের কাছে। এখানেই শেষ নয়। জানা গিয়েছে, এর আগেও নাকি কার্তিককে একটি পানমশলার বিজ্ঞাপনে মুখ দেখানোর জন্য ৮ থেকে ৯ কোটি টাকার মতো পারিশ্রমিক অফার করা হয়েছিল। কিন্তু কার্তিক তাতেও রাজি হননি।

এখন প্রশ্ন হল, এই বিশাল অঙ্কের পারিশ্রমিকের অফার ‘ভুলভুলাইয়া ২’ ছবির এই অভিনেতা ফিরিয়ে দিয়েছিলেন কেন? অভিনেতার ঘনিষ্ট মহল সূত্রে খবর, কার্তিক নিজের ভাবমূর্তি সম্পর্কে খুবই সচেতন। তরুণ প্রজন্মের মধ্যে তাঁকে ঘিরে উন্মদনা সম্পর্কেও এই সুপারস্টার যথেষ্ট ওয়াকিবহাল। তাই এই ধরনের বিজ্ঞাপনে অভিনয় করে তিনি কোনও রকম ঝুঁকি নিতে চাননি। কার্তিক যে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, তা অক্ষয়ের ঘটনাই প্রমাণ করে দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement