‘শেহজ়াদা’র ব্যর্থতার পরে ‘ভুল ভুলাইয়া ৩’-এর ঘোষণা করলেন কার্তিক। — ফাইল চিত্র।
গত মাসেই মুক্তি পাওয়া ‘শেহজ়াদা’ মুখ থুব়ড়ে পড়েছে বক্স অফিসে। মুক্তির ১২ দিন পরে ছবির মোট ব্যবসা টেনেটুনে ৩০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। ৮৫ কোটির টাকার বাজেটে তৈরি ছবি এখনও অর্ধেক টাকাও তুলতে পারেনি। তবে ব্যর্থতার ভারে নুইয়ে পড়তে নারাজ কার্তিক আরিয়ান। গত বছর যে ছবি তাঁকে তারকার তকমা এনে দিয়েছিল, সেই ফ্র্যাঞ্চাইজ়ির পরের ছবির ঘোষণা করলেন সমাজমাধ্যমে। ২০২৪ সালের দীপাবলিতে ‘ভুল ভুলাইয়া ৩’-এর হাতে ধরে রুপোলি পর্দায় ফিরছে ‘রুহ বাবা’, ইনস্টাগ্রামে জানালেন কার্তিক।
২০২২-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে অন্যতম সফল ছবি ‘ভুল ভুলাইয়া ২’। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল প্রিয়দর্শন পরিচালিত ছবি ‘ভুল ভুলাইয়া’। ওই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। তার প্রায় ১৫ বছর পরে মুক্তি পায় ‘ভুল ভুলাইয়া ২’। গত বছর ২০ মে মুক্তি পায় অনিস বাজ়মি পরিচালিত এই ছবি। ৬৫-৭০ কোটি টাকার বাজেটে তৈরি ছবি বক্স অফিসে ব্যবসা করেছিল প্রায় ২৭০ কোটি টাকার। ছবির বক্স অফিস সাফল্যের পরেই বোঝা গিয়েছিল, খুব শীঘ্রই আসতে চলেছে ছবির তৃতীয় ভাগ। সমাজমাধ্যমে সব জল্পনার অবসান করলেন কার্তিক নিজে। আগামী বছর দীপাবলিতে মুক্তি পাবে ‘ভুল ভুলাইয়া ৩’, ইনস্টাগ্রামে জানালেন পর্দার ‘রুহ বাবা’। প্রথমে ভাবা হয়েছিল, ২০২৫ সালে মুক্তি পাবে ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি। তবে দুই ছবির মধ্যে প্রায় তিন বছরের ব্যবধান রাখতে চান না নির্মাতারা। ২০২৪-এল দীপাবলিতেই মুক্তির তারিখ চূড়ান্ত করতে আগ্রহী তাঁরা। আপাতত ছবির চিত্রনাট্য নিয়ে ব্যস্ত পরিচালক।
‘রুহ বাবা’র চরিত্রে ফিরছেন কার্তিক আরিয়ান। তবে ছবির বাকি কলাকুশলীর তালিকা এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর। ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন কিয়ারা আডবাণী। তৃতীয় ছবিতে কি দেখা যাবে তাঁকে? অনুরাগীদের ধারণা, উত্তর পাওয়া যাবে দিন কয়েক পরেই।