Kareena Kapoor Khan

উধাও বেবি বাম্প!

প্রেগন্যান্সির জন্য কাজে বিরতি নেওয়ার পক্ষপাতী নন করিনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২০ ০২:৫২
Share:

করিনা কপূর খান

প্রথম বার যখন অন্তঃসত্ত্বা হয়েছিলেন, তখনও তাঁর ছবি ‘বীরে দি ওয়েডিং’-এর শুট চলছিল। দ্বিতীয় সন্তান আসার আগে করিনা কপূর খানের হাতে রয়েছে ‘লাল সিং চড্ডা’, যার শুটিং এখনও অনেকটাই বাকি। এ দিকে, বেবি বাম্প ক্রমশ স্পষ্ট হচ্ছে করিনার। তাই নির্মাতারা ঠিক করেছেন, করিনার বেবি বাম্প ভিএফএক্সের সাহায্যে ক্যামোফ্লাজ করা হবে ছবিতে। অতিমারির কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পরে ফের শুরু হয়েছে ‘লাল সিং চড্ডা’র কাজ। সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ছবির টিমে যোগ দেবেন করিনাও। আরও প্রায় ১০০ দিনের শুট বাকি এই ছবির। তবে প্রেগন্যান্সির জন্য কাজে বিরতি নেওয়ার পক্ষপাতী নন করিনা। জানিয়েছেন, বেবি বাম্প নিয়েই শুটিং চালিয়ে যাবেন তিনি, যা এডিটের পরে ম্যানেজ করা হবে পর্দায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement