Kareena Kapoor Khan

‘ওদের ছাড়া এই বছরটা কাটাতে পারতাম না’, বছরের শেষ দিনে আবেগে ভাসলেন করিনা

পাপারাৎজিদের ক্যামেরা যতই না-পসন্দ হোক, সেলফি তুলে ছবি পোস্ট করতে অনীহা নেই করিনার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৫:৫৮
Share:

করিনা কপূর খান।

বছরের শেষ দিনটা করিনা কপূর খান জড়িয়ে রইলেন ভালবাসার মানুষদের উষ্ণতায়। এ বছর ‘হলিডে ডেস্টিনেশন’ হিসাবে বিদেশের কোনও জায়গাকে বেছে নেননি অভিনেত্রী। ঘরের ঘেরাটোপেই স্বামী সইফ আলি খান এবং পুত্র তৈমুরের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি।

পাপারাৎজিদের ক্যামেরা যতই না-পসন্দ হোক, সেলফি তুলে ছবি পোস্ট করতে অনীহা নেই করিনার। নিজেদের বিশেষ মুহূর্তেই বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন বেবো। লিখলেন, ‘ওদের সঙ্গে ভালবাসায় আর আদরে বছরটা শেষ হচ্ছে। নিখুঁত ছবি তোলার জন্য দু’জনকে জোর করতে হচ্ছে। আমার জীবনের এই দুই ভালবাসাকে ছাড়া ২০২০ কাটানো সম্ভব হত না। এগিয়ে চলছি নতুন শুরুর দিকে। সবাই সুস্থ থাকবেন। আমাদের তরফ থেকে ভালবাসা। নতুন বছরের অনেক শুভেচ্ছা’।

Advertisement

ছবিগুলিতে করিনাকে দেখা যাচ্ছে এক্কেবারে নো মেক আপ লুকে। সইফও চোখে চশমা এবং সাদা কুর্তায় আড়ম্বরহীন। ছোট্ট তৈমুরের পরনে গাঢ় নীল রঙের টি শার্ট। কোনও ছবিতে করিনার গালে চুমু এঁকে দিচ্ছেন সইফ, আবার কোনওটাতে তাঁর কাঁধে মাথা রেখে হাসছেন করিনা, পাশে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে তাঁদের ভালবাসার ‘টিম’।

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

Advertisement

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই দ্বিতীয় বারের জন্য মাতৃত্বের স্বাদ পাবেন করিনা। তবে সারা বছর ধরেই কাজ চালিয়ে গিয়েছেন অভিনেত্রী। আমির খানের সঙ্গে ‘লাল সিং চড্ডা’র শ্যুটিং শেষ করেছেন করিনা। এ ছাড়াও তাঁর রেডিও টক শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এর জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। অন্য দিকে সইফও ব্যস্ত ছিলেন পরবর্তী ছবি ‘ভূত পুলিশ’-এর কাজ নিয়ে। তবে বছর শেষে সব ব্যস্ততা দূরে সরিয়ে ভালবাসার রেশ গায়ে মাখছেন তাঁরা।

আরও পড়ুন: ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ মনোনীত দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

বর্ষশেষে মাইকের সামনে বচ্চন পরিবার, তৈরি হচ্ছে সঙ্গীত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement