Kareena Kapoor Khan

বেবো ফিরছেন মুম্বইয়ে, রোদে ভেজা ছবি পোস্ট করে বিদায় পাহাড়কে

মাতৃত্বের লাবণ্য ফুটে উঠছে তাঁর চেহারায়। পিছনে সবুজে ঢাকা পাহাড়। দূরে উঁকি মারছে বরফাবৃত চূড়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ ১৬:৫১
Share:

করিনা কপূর খান।

বাড়ি ফিরছেন বেবো। ধর্মশালার ‘খাদের ধারের রেলিং’ ছেড়ে মুম্বইয়ের মেরিন ড্রাইভে। সোমবার নিজের একটি ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। রোদে ভেজা করিনা কপূর খান। চোখে রোদচশমা। সাদা কালো চেক চেক কোট গায়ে। মাতৃত্বের লাবণ্য ফুটে উঠছে তাঁর চেহারায়। পিছনে সবুজে ঢাকা পাহাড়। দূরে উঁকি মারছে বরফাবৃত চূড়া। ক্যাপশনে লেখা, ‘বাই বাই পালমপুর। দারুণ অভিজ্ঞতা… এবং হেলো মুম্বই… আমি বাড়ি ফিরছি’।

Advertisement

দিপাবলির আগে থেকে করিনা পাহাড়ে। সঙ্গে ছেলে তৈমুর আলি খান। সইফ আলি খানের ছবি ‘ভুত পুলিশ’-এর শ্যুট চলছে সেখানে। সেই উপলক্ষে ধর্মশালায় তারকার সমাবেশ। অর্জুন কপূর, ইয়ামি গৌতম, জ্যাকলিন ফার্নান্ডেজ ও সইফ আলি খান শ্যুট করছেন। সঙ্গে সইফের পরিবার ও অর্জুনের প্রেমিকা মলাইকা অরোরা। দীর্ঘ এই সফরের ছবিতে ভরে উঠেছিল ইনস্টাগ্রাম।

বেবোর ‘হোমকামিং’ ছবির তলায় মলাইকা অরোরা লিখলেন, ‘পাহাড়গুলো তোমায় মিস করবে’।

Advertisement

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

আরও পড়ুন: সুশান্ত মৃত্যুতদন্তে সিবিআইয়ের অবস্থান জানতে চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

আরও পড়ুন: কে এই ধারাবাহিকের নায়িকা? যাঁকে নিয়ে খোলা হল ফেক অ্যাকাউন্টও!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement