Father's Day

মেয়ে দেবীর নাকি বিপাশার সঙ্গে মিল নেই, পিতৃদিবসে কী উপলব্ধি কর্ণের?

মেয়ে দেবীর বয়স ছ’মাস। পাশাপাশি বাবা হওয়ার ছয় মাস পার করলেন কর্ণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৩ ১৬:৪৬
Share:

কর্ণ সিংহ গ্রোভর, বিপাশা বসু ও দেবী বসু সিংহ গ্রোভর। ছবি: সংগৃহীত

গত বছর নভেম্বর মাসে কন্যাসন্তানের বাবা-মা হন কর্ণ সিংহ গ্রোভর ও বিপাশা বসু। দেখতে দেখতে প্রায় ছ’মাস কেটে গিয়েছে। সদ্য মুখে ভাত হল দেবী বসু সিংহ গ্রোভরের। বিপাশা-কর্ণের একমাত্র মেয়ে দেবী। ভালবেসে ডাকনাম রেখেছেন মিষ্টি। মেয়ের ছ’মাস বয়সের পাশাপাশি বাবা হওয়ার ছয় মাস পার করলেন কর্ণ। তাই বিশ্ব পিতৃদিবসে মেয়ে দেবীকে নিয়ে আবেগতাড়িত তারকা পিতা। এই ছ’মাসে বাবা হিসাবে ঠিক কতটা দক্ষ হয়ে উঠেছেন জানালেন বিপাশার স্বামী।

Advertisement

কর্ণ জানান বিপাশা অন্তঃসত্ত্বা থাকাকালীনই মেয়ে দেবীর সঙ্গে কথোপকথন চলত তাঁর। দেবী গর্ভে থাকাকালীন কর্ণ বলতেন, ‘‘আমি বলতাম ছোট্ট বাবু, এই তো তোমার বাবা এখানে।’’ পাশাপাশি দেবীকে প্রথম বার কোলে নেওয়ার অনুভূতিও ভাগ করে নিলেন কর্ণ। তিনি জানান, কন্যাকে কোলে নিয়ে কেঁদে ফেলেন। কিন্তু মা না কি বাবা, কার মতো হয়েছে মেয়ে দেবী?

কর্ণের কথায়, ‘‘ওর হাসি, গাল সবটাই আমার মতো। এমনকি, আমরা শুই একই ভঙ্গিতে।’’ কিন্তু বাবা হিসাবে কর্ণ ঠিক কেমন? এ বিষয়ে নিজেই নিজেকে বাহবা দেন অভিনেতা। এই ক’মাসেই বেশ করিতকর্মা হয়ে উঠেছেন তিনি। দেবীর দেখভালের প্রায় সব কিছু নিজে হাতে সামলে নিতে পারেন বলেই জানান অভিনেতা।

Advertisement

আপাতত মেয়ের একটু একটু করে বড় হয়ে ওঠার বিভিন্ন মুহূর্তকে উপভোগ করছেন। খুব শীঘ্র হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’ ছবিতে দেখা যাবে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement