Entertainment News

কর্ণ-মোনার প্রেমের সম্পর্ক কেন ভেঙে গিয়েছিল জানেন?

‘জসসি জ্যায়সি কোই নেহি’। এক সময়ের জনপ্রিয় এই টিভি ধারাবাহিকে অভিনয় করতেন মোনা-কর্ণ। সেখানেই তাঁদের বন্ধুত্ব। সে সম্পর্ক নাকি প্রেমেও গড়িয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুন ২০১৯ ১৩:২৫
Share:

কর্ণ এবং মোনা।

যৌন হেনস্থার অভিযোগে কিছুদিন আগেই শিরোনামে এসেছিলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা কর্ণ ওবেরয়। পরে সে অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়। সে সব নিয়েই সদ্য প্রকাশ্যে মুখ খুলেছিলেন কর্ণ। তবে সাক্ষাত্কারে প্রাক্তন প্রেমিকা মোনা সিংহকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কর্ণ।

Advertisement

‘জসসি জ্যায়সি কোই নেহি’। এক সময়ের জনপ্রিয় এই টিভি ধারাবাহিকে অভিনয় করতেন মোনা-কর্ণ। সেখানেই তাঁদের বন্ধুত্ব। সে সম্পর্ক নাকি প্রেমেও গড়িয়েছিল। ১৩ বছর আগে সে সম্পর্ক ভেঙে গিয়েছিল নাকি মোনার জন্যই!

সাক্ষাত্কারে কর্ণ বলেন, ‘‘আমি মোনার সঙ্গে থাকতে চেয়েছিলাম। খুব ভাল মেয়ে ও। খুব ভাল শিল্পী। সে সময় বয়স কম ছিল দু’জনেরই। মোনার কেরিয়ার খুব ভাল চলছিল। সেই মুহূর্তে ও বিয়ে করতে চায়নি। বরং কেরিয়ারেই ফোকাস করতে চেয়েছিল।’’

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

কর্ণ জানিয়েছেন, সম্পর্ক ভেঙে যাওয়ার পর মোনার সঙ্গে সৌজন্যের সম্পর্ক রেখেছেন তিনি। দিন কয়েক আগেও যখন ভুয়ো অভিযোগে অভিযুক্ত ছিলেন, তখন মোনা যোগাযোগ করেছিলেন কিনা, তা অবশ্য জানেন না বলে দাবি করেন কর্ণ। কারণ তিনি জানান, ফোনে বহু মেসেজ এখনও দেখার সুযোগই পাননি। সব মিলিয়ে মোনার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে তিনি রাজি ছিলেন বলেই দাবি করেছেন কর্ণ।

আরও পড়ুন, স্বমেহনের দৃশ্যের শুটিংয়ের আগে কী ভাবে তৈরি হয়েছিলেন কিয়ারা?

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement