Karan Johar

আবার এসেছে ফিরিয়া

শোনা গিয়েছে, অন্য নামে ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্টও খুলেছিলেন তিনি, যা শুধুমাত্র গৌরী খান, শ্বেতা বচ্চন-সহ তাঁর কাছের কয়েকজন বন্ধু ফলো করতেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২০ ০০:০৯
Share:

কর্ণ

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু ও তার পরবর্তী বিতর্কের সূত্রপাত থেকেই ব্যাকফুটে কর্ণ জোহর। সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষপূর্ণ মেসেজ, বয়কট হওয়ার হুমকি, হু-হু করে ফলোয়ার কমে যাওয়ার মতো ঘটনা প্রত্যক্ষ করেছেন কর্ণ, যে কারণে তিনি নিজে বেশ কিছু সময় যাবৎ সোশ্যাল মিডিয়া থেকে কার্যত বিদায় নিয়েছেন। শোনা গিয়েছে, অন্য নামে ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্টও খুলেছিলেন তিনি, যা শুধুমাত্র গৌরী খান, শ্বেতা বচ্চন-সহ তাঁর কাছের কয়েকজন বন্ধু ফলো করতেন। দুই ছেলে-মেয়ে যশ-রুহির ভিডিয়ো ইনস্টা-আপলোড করে যাঁর লকডাউন কেটেছে, সেই কর্ণের শেষ টুইট ও ইনস্টা-পোস্ট গত ১৪ জুন, সুশান্তকে নিয়ে। এমনকি নিজের প্রযোজিত ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’-এর ট্রেলারও শেয়ার করেননি কর্ণ। এই সোশ্যাল মিডিয়া ডিটক্সের মাঝেই দীর্ঘ দিন পরে তাঁকে ফের দেখা গেল রণবীর সিংহের লাইভে কমেন্ট করতে। নিজের প্রিয় ফুটবল টিমের সাফল্য উদ্‌যাপন করতে লাইভ করছিলেন রণবীর, সেখানেই ইমোজি পোস্ট করেছেন কর্ণ। কাজেই ‘ডিটক্স মোড’-এ থাকলেও বেশি দিন যে সোশ্যাল মিডিয়া ছেড়ে তিনি থাকতে পারেন না, প্রমাণ মিলল তারই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement