Karan Johar

Karan Johar: আমার জন্মদিনের পার্টি থেকেই কোভিড ছড়িয়েছে, নিশ্চিত করল কে? চটে লাল কর্ণ

বলিউডে ফের করোনায় আক্রান্ত একের পর এক তারকা। আঙুল উঠছে কর্ণ জোহরের জন্মদিনের পার্টির দিকে। তাতেই চটলেন জনপ্রিয় পরিচালক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ১২:৪৬
Share:

বেজায় রেগেছেন কর্ণ জোহর।

বলিউডে কোভিডের চোখরাঙানি ক’দিন ধরেই। একের পর এক তারকা আক্রান্ত হওয়ার খবর মিলতেই আঙুল উঠেছিল কর্ণ জোহরের দিকে। অভিযোগ, গত মাসে তাঁর জন্মদিনের পার্টি থেকেই ছড়িয়েছে সংক্রমণ। আর তাতেই বেজায় চটেছেন জনপ্রিয় পরিচালক। কর্ণের পাল্টা প্রশ্ন, ওই পার্টি থেকেই যে এ ভাবে সংক্রমণ ছড়িয়েছে, তা নিশ্চিত করল কে?

Advertisement

মুম্বই সংবাদমাধ্যমের খবর, গত ২৫ মে ছিল কর্ণের ৫০তম জন্মদিন। জমজমাট পার্টিতে রীতিমতো তারার হাট বসে যশরাজ স্টুডিয়োর অন্দরে। বলিপাড়ার খবর, অতিথি তালিকায় ছিলেন শাহরুখ খান, আমির খান, সলমন খান, সইফ আলি খান, করিনা কপূর, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, তব্বু, টুইঙ্কল খন্না, অনুষ্কা শর্মা, করিশ্মা কপূর, সোনালি বেন্দ্রে, রবিনা ট্যান্ডন, মালাইকা অরোরা, ভিকি কৌশল, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কপূর-সহ বলিউডের বড়, ছোট, মাঝারি বহু তারকাই। অনেকে এসেছিলেন সপরিবারেও।

এর পরেই আচমকা কোভিড-হানা বলিউডে। একে একে আক্রান্ত অক্ষয় কুমার, শাহরুখ খান, ক্যটরিনা কইফ, আদিত্য রায় কপূর, কার্তিক আরিয়ানেরা। এঁদের মধ্যে শাহরুখ, ক্যাটরিনা, আদিত্য তিন জনেই ছিলেন কর্ণের পার্টিতে। কার্তিকও সংস্পর্শে এসেছিলেন এমন কয়েক জনের, যাঁরা কর্ণের পার্টিতে গিয়েছিলেন। এর পরেই রটেছে, কর্ণের পার্টিই সংক্রমণের উৎস। বলিপাড়ায় জল্পনা, ওই পার্টিতে গিয়েই নাকি সংক্রমিত হয়েছেন অন্তত ৫০ থেকে ৫৫ জন।

Advertisement

আর এখানেই আপত্তি কর্ণের। তাঁর দাবি, ওই সপ্তাহে শুধু তাঁর জন্মদিনের পার্টি নয়, আরও বেশ কিছু অনুষ্ঠান ছিল বলিউডের বিভিন্ন জায়গায়। তার সবক’টিতেই গিয়েছিলেন বিভিন্ন তারকা। ভিড়ও হয়েছিল যথেষ্ট। কর্ণের প্রশ্ন— ‘‘তা হলে আমার দিকেই এ ভাবে আঙুল উঠছে কেন? আমার পার্টি থেকেই এ ভাবে সংক্রমণ ছড়িয়েছে, তা নিশ্চিত করল কে?’’ ‘রকি অউর রানি কি প্রেম কহানি’র পরিচালকের ক্ষোভ, নিশ্চিত ভাবে না জেনেই তাঁকে দোষারোপ করছে বলিউড।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement