Aditya Roy Kapur-Ananya Panday

কফি-আড্ডা এসে নাম বদলেছিলেন অনন্যা! ‘প্রেমিকা’র দেখাদেখি নিজেকে নতুন নাম দিলেন আদিত্যও

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনে এখন সরগরম বলিউড। এ বার কফি-আড্ডায় এসে কর্ণের প্রশ্ন শুনে অকপট আদিত্য রায় কপূর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ ১৮:৪৩
Share:

আদিত্য রায় কপূর ও অনন্যা পাণ্ডে। ছবি: সংগৃহীত।

বলিপাড়ায় তাঁদের প্রেমের খবর নতুন নয়। গত কয়েক মাসে একাধিক বার একাধিক অনুষ্ঠানে সেই জল্পনাই উস্কে দিয়েছেন অনন্যা পাণ্ডে ও আদিত্য রায় কপূর। পোশাকশিল্পী মণীশ মলহোত্রের ফ্যাশন শোয়ে একসঙ্গে র‌্যাম্প মাতিয়েছিলেন আদিত্য এবং অনন্যা। তখন থেকেই দর্শক ও অনুরাগীদের নজর কেড়েছে তাঁদের সম্পর্কের রসায়ন। তার মাসখানেক পরে বিদেশের মাটিতেও ধরা পড়েছিল তাঁদের প্রেম। দেশের মাটিতে নিজেদের সম্পর্ক নিয়ে তেমন রাখঢাক নেই আদিত্য ও অনন্যার। ‘কফি উইথ কর্ণ’-এর চলতি সিজ়নে বলিউড অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে এসেছিলেন অনন্যা। সেই পর্বে আদিত্যের সঙ্গে তাঁর চর্চিত প্রেম নিয়ে বেশ কিছু ইঙ্গিতবাহী মন্তব্যও করেন তিনি। এমনকি, কফি কাউচে বসে নিজের নামও প্রায় বদলে ফেলেছিলেন অনন্যা। এ বার কফি-আড্ডায় এলেন আদিত্য নিজে। চর্চিত প্রেমিকার পথে হেঁটেই নিজের নতুন নামকরণ করলেন আদিত্য!

Advertisement

‘কফি উইথ কর্ণ’-এর অষ্টম সিজ়নের সাম্প্রতিক পর্বে আদিত্যের সঙ্গে অতিথি হিসাবে এসেছিলেন বলিউড অভিনেতা অর্জুন কপূরও। কর্ণ আদিত্যকে সরাসরি প্রশ্ন করেন তাঁর ও অনন্যার চর্চিত প্রেম নিয়ে। কর্ণের সেই প্রশ্নের সোজাসাপটা জবাবও দেন আদিত্য। তাঁর কথায়, ‘‘আমাকে এমন কোনও প্রশ্ন কোরো না, যার মিথ্যা উত্তর দিতে হয়!’’ কর্ণ তখন আদিত্যকে জানান, অনন্যা কফি কাউচে বসে নিজেকে ‘অনন্যা কয় কপূর’ নামে ডেকেছেন। আদিত্য কর্ণের সেই কথা শুনে হেসেই খুন! সঙ্গে সঙ্গে বলিউডের ‘নাইট ম্যানেজার’ জবাব দেন, ‘‘আমি আপাতত আদিত্য জয় কপূর!’’ অভিনেতার কথা থেকেই স্পষ্ট, অনন্যার সঙ্গে প্রেমে মজে আছেন তিনি।

মাসখানেক আগে জন্মদিন পালন করার জন্য আদিত্যর সঙ্গে মলদ্বীপে গিয়েছিলেন অনন্যা। সেখানে চর্চিত প্রেমিকের সঙ্গে ‘স্পেশ্যাল’ হ্যালোউইন উৎসবও উদ্‌যাপন করেন অভিনেত্রী। কর্ণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ কর্ণ’-এর সপ্তম সিজ়নের আড্ডা থেকে আদিত্য ও অনন্যার সম্পর্কের সূত্রপাত। ‘কফি উইথ কর্ণ’-এর এক পর্বে আদিত্যর প্রতি নিজের ভাললাগার কথা স্বীকার করেছিলেন অনন্যা। তার পর থেকেই প্রেমের সূত্রপাত। চলতি সিজ়নে কফি-আড্ডায় ফিরে আদিত্যের সঙ্গে নিজের সম্পর্ককে এক প্রকার সিলমোহর দিয়েই দিয়েছিলেন চাঙ্কি-কন্যা। বাকি কাজটুকু সেরে দিলেন আদিত্য নিজে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement