Kangana Ranaut

জয়ললিতার জন্মদিনে তাঁরই চরিত্রে অভিনয়ের ছবি পোস্ট করলেন কঙ্গনা

কঙ্গনার এই ছবি মনে করিয়ে দিল সদ্য রাজনীতিতে পা রাখা সেই লাস্যময়ী জয়ললিতার কথা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ২০:৪৮
Share:

কঙ্গনা রানাউত। ছবি: ফাইল চিত্র।

জয়ললিতার জীবনের উপরে তৈরি ‘থালাইভি’ ছবিতে নামভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা রানাউত। ফের প্রকাশ্যে এল এই ছবিতে কঙ্গনার আর এক রূপের ছবি। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করল টিম কঙ্গনা। এ যেন অবিকল জয়াললিতার প্রতিচ্ছবি! তিনি যখন রাজনীতিতে পা রেখেছিলেন তখন তো এমনটাই দেখতে লাগত তাঁকে। ৭২-এর জন্মদিনে যেন ফিরে এলেন স্বয়ং জয়ললিতা!

Advertisement

ছবিতে লাল কালো পাড়ের সাদা শাড়িতে কঙ্গনা। কপালে বড় লাল টিপ। কঙ্গনার এই ছবি মনে করিয়ে দিল সদ্য রাজনীতিতে পা রাখা সেই লাস্যময়ী জয়ললিতার কথা। জয়ললিতার জন্মদিনেই এ হেন রূপেতাঁর প্রতি সন্মান জানালেন কঙ্গনা।

আরও পড়ুন: ‘হনিমুনে সব ছড়িয়ে রাখব আর প্রীতি এসে তুলবে’, বলছেন ‘দেবী চৌধুরানী’র ব্রজেশ্বর

Advertisement

টিম কঙ্গনার সেই পোস্ট...

Revealing Kangana's look from the film, #Thalaivi on the occasion of 72nd Birth Anniversary of #Jayalalitha. The film is based on the story of the life of J. Jayalalithaa, and touts to shed light on the lesser known aspects of her life.

A post shared by Kangana Ranaut (@team_kangana_ranaut) on

Remembering the super-lady, J. #Jayalalitha on her 72nd Birth Anniversary. Her life's story speaks volumes about the stout-heartedness and the leadership qualities she possessed. Kangana and everyone who loves her and follows her teachings, denotes her as Jaya Amma. 🙏

A post shared by Kangana Ranaut (@team_kangana_ranaut) on

কয়েক মাস আগেই প্রকাশ্যে এসেছিল ‘থালাইভি’-র ফার্স্টলুক। চরিত্রের প্রয়োজনে নিজের সম্পূর্ণ ভোলবদল করে ফেলেছেন কঙ্গনা। ‘ডবল চিন’, মাঝ বরাবর সিঁথি কাটা— অবিকল জয়ললিতার নিজস্ব স্টাইল! যদিও সেই ছবি প্রকাশ্যে আসতেই নেটাগরিকদের ট্রোলের শিকার হতে হয়েছিল কঙ্গনাকে।

জয়ললিতার জীবনকাহিনি ঘিরেই ‘থালাইভি’–র মূল গল্প। কেবল নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট নয়, চরিত্রের খাতিরে ভরতনাট্যম নাচের প্রশিক্ষণও নিতে হয়েছিল কঙ্গনাকে। ছবিতে অভিনয় করেছেন যিশু সেনগুপ্তও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement