kangana ranaut

Kangana-Rangoli: অ্যাসিড আক্রমণের পরে রঙ্গোলিকে বিয়ে করতে অস্বীকার করেন তাঁর প্রেমিক: কঙ্গনা

২-৩ বছর ধরে ৫৩টি অস্ত্রোপচার হয় তাঁর শরীরে। মানসিক যন্ত্রণায় কথা বলা বন্ধ করে দিয়েছিলেন রঙ্গোলি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুন ২০২১ ২২:৪২
Share:

কঙ্গনা রানাউত এবং রঙ্গোলি চান্দেল

বিশ্ব যোগ দিবসে দিদি রঙ্গোলি চান্দেলের অভিজ্ঞতার কথা বললেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। যোগের উপকারিতা সম্পর্কে কথা বলতে গিয়ে তাঁদের পরিবারের ভয়াবহ দিনগুলোর কথা তুলে আনলেন অনুরাগীদের সামনে। কঙ্গনার কথা থেকে জানা যায়, অ্যাসিড-হামলার শিকার হওয়ার পরে যোগব্যায়ামই রঙ্গোলি চান্দেলকে নতুন ভাবে জীবন যাপনে উদ্বুদ্ধ করেছিল।

Advertisement

রঙ্গোলির যখন ২১ বছর বয়স, এক ব্যক্তি তাঁর দিকে অ্যাসিড ছোড়ে। তাঁর এক চোখের দৃষ্টি চলে যায়। এক দিকের স্তন ও কান ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়। ২-৩ বছর ধরে ৫৩টি অস্ত্রোপচার হয় তাঁর শরীরে। মানসিক যন্ত্রণায় কথা বলা বন্ধ করে দিয়েছিলেন রঙ্গোলি। কেবল শূন্যের দিকে তাকিয়ে থাকতেন।

সেই সময়েই তাঁর প্রেম জীবনেও প্রভাব ফেলে এই ঘটনা। এক বায়ুসেনা আধিকারিকের সঙ্গে বিয়ে স্থির হয়েছিল রঙ্গোলির। নেটমাধ্যমে কঙ্গনা জানান, অ্যাসিড আক্রমণের পরে সেই ব্যক্তি রঙ্গোলিকে দেখতে আসেন এক দিন। কিন্তু তাঁর চেহারা দেখার পর আর কোনও দিন ফেরেননি। ভেঙে যায় বিয়ে। তাতেও এক বারের জন্য কাঁদেননি রঙ্গোলি। চিকিৎসক জানান, মনের উপরে খুব প্রভাব পড়েছে বলে কথা বলতে পারছেন না। কিন্তু তাঁর ওষুধেও কোনও কাজ হয়নি।

Advertisement

কঙ্গনার কথায়, ‘আমার তখন খুব বেশি হলে ১৯ বছর বয়স। আমার যোগ শিক্ষকের কাছে শরীরচর্চা করি নিয়মিত। আমি জোর করে দিদিকে নিয়ে যেতাম যোগ ব্যায়ামের প্রতিষ্ঠানে। তার পর থেকে ধীরে ধীরে দিদির মধ্যে পরিবর্তন লক্ষ্য করি।’ জানা যায়, যোগ ব্যায়াম করার ফলেই ধীরে ধীরে দৃষ্টি ফিরে পান কঙ্গনার দিদি। একই সঙ্গে তাঁর মানসিক আতঙ্ক এবং শারীরিক যন্ত্রণা কমতে শুরু করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement