দাবানল নিয়ে উদ্বেগ প্রকাশ প্রিয়ঙ্কার। ছবি: সংগৃহীত।
বিধ্বংসী দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকা। আগুন এতটাই ছড়িয়েছে, নেভানোর জন্য পর্যাপ্ত জলেরও অভাব হচ্ছে। লেলিহান আগুনে জ্বলেছে হলিউডের তারকাদের বাড়িও। ক্ষতিগ্রস্ত প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিনস্ ম্যান্ডি মুরেরা। লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে হলিউডের তারকারা সমাজমাধ্যমেও উদ্বেগ প্রকাশ করেছেন।
আগুন নেভানোর জন্য দিন রাত এক করে কাজ করছেন দমকলকর্মীরা। তাঁদের উদ্দেশে বার্তা দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। অভিনেত্রী নিজেও এখন আমেরিকা নিবাসী। হলিউডেও তিনি এখন অতি পরিচিত মুখ। তাই এই ঘটনায় যে তিনিও উদ্বিগ্ন, তা বলার অপেক্ষা রাখে না। সমাজমাধ্যমে প্রিয়ঙ্কা লিখেছেন, “এই দাবানল রুখতে যাঁরা প্রথম থেকে লড়াই করছেন, তাঁদের কুর্নিশ। রাত জেগে যাঁরা কাজ করে চলেছেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে অনবরত সাহায্য করে চলেছেন তাঁদের ধন্যবাদ।”
এর আগেও দাবালনের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ‘দেশি গার্ল’। তিনি লিখেছিলেন, “দাবানলে ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা। আশা করছি, রাতের মধ্যে সব ঠিক হয়ে যাবে।”
লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস অন্যতম অভিজাত এলাকা। এখানে রয়েছে বহু তারকার বাড়ি। প্যারিস হিলটন সংবাদমাধ্যমের সম্প্রচার দেখে জেনেছেন দাবানলের কথা। তিনি সমাজমাধ্যমে লিখেছেন “এই অভিজ্ঞতা যেন আর কারও না হয়।” তিনি আরও জানান, এই বাড়ির সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সব। তাঁর পরিবারের সদস্য এবং পোষ্যদের নিরাপদ স্থান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।