kangana ranaut

Kangana Ranaut: বৈষম্যের শিকার নন, বলিউডে পুরুষ তারকাদের সমানই পারিশ্রমিক পান কঙ্গনা

কঙ্গনার পরামর্শ, "কাজটা ঠিক ভাবে করুন, পারিশ্রমিকও যথাযোগ্য পাবেন। সমস্যাটা লিঙ্গ-বৈষম্যের নয়, চেষ্টার।"

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২২ ১৯:১৫
Share:

রেখা কিংবা হেমা মালিনীর দেখানো পথেই হেঁটেছেন তিনি

বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলিউডের সবথেকে চর্চিত এবং বিতর্কিত রিয়্যালিটি শো 'লক আপ'-এর সঞ্চালকও তিনি। তবে লোকে কী বলল, তা নিয়ে আদৌ পরোয়া করেন না 'কুইন'-এর অভিনেত্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, এখন আর পারিশ্রমিক-বৈষম্যের শিকার নন তিনি। পুরুষ তারকাদের সমানই পারিশ্রমিক পান।

অভিনেত্রী আরও জানান, শুরুতেই কিন্তু এতটা রাজকীয় অবস্থা ছিল না তাঁর। তবু একাধিক পুরুষকেন্দ্রিক ছবির প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। কিন্তু পরে নিজেই নিজের পথ খুঁজে নিয়েছেন কঙ্গনা।

Advertisement

'গ্যাংস্টার'-এর নায়িকা বলেন, রেখা কিংবা হেমা মালিনীর দেখানো পথেই হেঁটেছেন তিনি। কে বলে অভিনয়ের জগতে নারীরা প্রাধান্য পান না? পুরুষ সহকর্মীরাও পরের দিকে তাঁকে সাহায্য করেছিলেন এগিয়ে যেতে। এর পরই কঙ্গনা জানান, তাঁর লক্ষ্য এখন কেবলই উঁচুতে যাওয়া, আরও উঁচুতে। একজন নায়কের থেকে তিনিও মর্যাদায় কিছু কম নন, পারিশ্রমিক কেন কম পাবেন?

তাই অভিনেত্রীর পরামর্শ, "কাজটা ঠিক ভাবে করুন, পারিশ্রমিকও যথাযোগ্য পাবেন। সমস্যাটা লিঙ্গ-বৈষম্যের নয়, চেষ্টার।"

Advertisement

প্রসঙ্গত, পরবর্তী ছবি 'ধক্কড়'-এ এক জন আততায়ীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। আগামী ২০ মে মুক্তি পাচ্ছে সেই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement