কমলেশ্বর মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।
কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘অনুসন্ধান’, সায়ন্তন ঘোষালের ‘স্বস্তিক সংকেত’ নিয়েই লন্ডন পাড়ি দিচ্ছে এসকে মুভিজ। বাদ পড়ল অরিত্র সেন ও রোহন ঘোষের ‘ভ্রমণসঙ্গী’ ছবিটি। দীর্ঘমেয়াদি লকডাউনের পরের এই বিদেশ সফরে তিনটি ছবির কথা হয়েও শেষ পর্যন্ত ‘ভ্রমণসঙ্গী’ বাদ পড়ে। এর কারণ হিসেবে পরিচালক অরিত্র বললেন, ‘‘বাঙালির বিদেশ সফর নিয়েই ছবির গল্প। মুখ্য চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়া অন্য কাউকে ভাবতে পারছি না। নায়কের ডেট না মেলায় এখন ছবির শুটিং করা গেল না। আগামী মার্চের পরে ডেট পেলে লন্ডনেই ছবির শুটিং হবে।’’ এ দিকে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই লন্ডনে শুটিংয়ের জন্য তৈরি হয়ে গিয়েছে কমলেশ্বর ও সায়ন্তনের ছবির শিল্পী ও কলাকুশলীরা। মুখ্য চরিত্রাভিনেতারা ছাড়া বাকি কয়েক জন অবশ্য যাচ্ছেন একটু আগেই, রেকি ও রিসার্চের কাজ সারতে। এই প্রসঙ্গে প্রযোজক হিমাংশু ধানুকা বললেন, ‘‘কমলেশ্বর ও সায়ন্তনের ছবির শিল্পী ও কলাকুশলীদের মধ্যে এখনও কয়েকজন টেকনিশিয়ানের ভিসা বাকি আছে। যাঁদের ভিসা বাতিল হয়েছে, পুনরায় আবেদন করা হয়েছে। ফেডারেশন, শিল্পী ও কলাকুশলীদের সাহায্য পেলে, সমস্যা কাটিয়ে উঠতে পারব। আশা করি ১৫ সেপ্টেম্বরের মধ্যে শুটিং শুরু করতে পারব।’’
ছবিদু’টির অভিনেতাদের এমন ভাবে বাছা হয়েছে, যাতে তাঁরা দু’টি ছবিতেই কাজ করতে পারেন। আগামী বছর মার্চ মাসের পরে ‘ভ্রমণসঙ্গী’-সহ আরও একটি ছবি নিয়ে লন্ডন পাড়ি দেওয়ার পরিকল্পনাও করছে এই প্রযোজনা সংস্থা।