Kamal Hassan

Kamal Hassan: বাবার জন্মদিনে ফিরে দেখা ছোটবেলা, কমল হাসানকে ছবিতে শুভেচ্ছা কন্যা শ্রুতির

ইনস্টাগ্রামে পুরনো একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন শ্রুতি। সিঁড়িতে বাবা-মেয়ে। ছোট্ট শ্রুতি বাবার পায়ে ভর দিয়ে বসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ২১:২৯
Share:

বাবার সঙ্গে কমল-কন্যা শ্রুতি

জন্মদিন পালন শুরু হয়ে গিয়েছিল ৭ নভেম্বর পড়ার আগেই। দু’দিন আগেই কমল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণী পরিচালক লোকেশ কানাগরাজ। তবে তার কারণও রয়েছে অবশ্য। লোকেশের পরের ছবি ‘বিক্রম’-এ অভিনয় করছেন কমল। ৫ নভেম্বর সেই ছবির পোস্টার মুক্তির দিনেই ৬৭ বছরের বর্ষীয়ান অভিনেতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন পরিচালক।

Advertisement

তবে পরিবারের সদস্যরা অপেক্ষা করেছেন ধৈর্য ধরে। বাবার জন্মদিনে কমল-কন্যা শ্রুতি হাসানের উপহার ফেলে আসা দিন। ইনস্টাগ্রামে পুরনো একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন শ্রুতি। সিঁড়িতে বাবা-মেয়ে। ছোট্ট শ্রুতি বাবার পায়ে ভর দিয়ে বসে। দু’জনের মুখে এক গাল হাসি। ছবির সঙ্গে লেখা, ‘শুভ জন্মদিন!! তোমার জীবনের পরবর্তী আরও বহু বহু বছর এ ভাবেই তোমার নিজস্ব কায়দায় যাপন করো। আমাদের জন্য আরও কী কী অপূর্ব জিনিস জমিয়ে রেখেছ তুমি, সে সবের অপেক্ষায় করছি।’

দক্ষিণী ছবির অন্যতম তারকা কমল হাসান বলিউডেও সমান জনপ্রিয়। ঝুলিতে ‘এক দুজে কে লিয়ে’, ‘সাগর’, ‘সদমা’, ‘চাচি ৪২০’, ‘হে রাম’-এর মতো একের পর এক হিট ছবি। তাঁর জন্মদিনে টুইটার-ফেসবুক-ইনস্টাগ্রাম ভরে গিয়েছে অনুরাগীদের শুভেচ্ছাবার্তায়। শুভেচ্ছা জানিয়েছেন রানা ডাগ্গুবাতি, মোহনলাল, মামুট্টি, ফহাদ ফাসিলের মতো দক্ষিণী অভিনেতারাও।

Advertisement

স্ত্রী সারিকার সঙ্গে এক ছাদের নীচে থাকেন না কমল। শ্রুতি ছাড়াও সারিকা-কমলের আরও এক মেয়ে রয়েছে, অক্ষরা হাসান। শ্রুতির মতো তিনিও অভিনেত্রী। গানেও সমান পারদর্শী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement