টুইট করে কটাক্ষের মুখে অভিষেক।
মালয়ালাম ছবি ‘ভাশি’ দেখেছেন অভিষেক বচ্চন। অভিভূত হয়ে ছবির অভিনেতাদের শুভেচ্ছা জানিয়েছেন টুইটে। ভূয়সী প্রশংসা করে লিখেছেন, ‘মালয়ালাম ইন্ডাস্ট্রি আরও একটি অসাধারণ ছবি উপহার দিল।’
আঞ্চলিক ভাষার ছবি নিয়ে অভিষেকের এই আগ্রহ লক্ষ করে অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন। কিন্তু নেহাতই এই টুইটকে হাতিয়ার করে কটাক্ষ-বাণ ছুড়ে দিয়েছেন কমল আর খান ওরফে কেআরকে। বলিউডের স্বঘোষিত ছবি সমালোচক এবং অভিনেতা। অভিষেকের উদ্দেশে তিনি লিখেছেন, ‘ভাই, আপনারা অর্থাৎ বলিউড তারকারাও চেষ্টা করুন এমন অসাধারণ ছবি তৈরি করার।’
উপদেশের আড়ালে এই বক্রোক্তি অভিষেকের নজর এড়ায়নি। অমিতাভ-পুত্রের সপ্রতিভ উত্তর, ‘চেষ্টা করব। আপনি যেমন করেছিলেন… দেশদ্রোহী।’
এ বার প্রশ্ন উঠতে পারে ‘দেশদ্রোহী’ কে বা কী? আচমকা এই প্রসঙ্গ অভিষেক তুললেনই বা কেন?
কমল আর খান অভিনীত ছবির নাম ‘দেশদ্রোহী’। আইএমডিবি (ইন্টারনেট মুভি ডেটাবেস)-এ ১০-এ এই ছবি পেয়েছে ২-এরও কম রেটিং, যা মূলত দর্শকরাই দিয়ে থাকেন। অর্থাৎ দর্শক-মনের ঠিক কতটা জুড়ে ‘দেশদ্রোহী’ আছে, তা আর নতুন করে বলে দিয়ে হয় না। কালক্রমে কেআরকে অভিনীত এই ছবি মিম-স্রষ্টাদের চর্চার অন্যতম বিষয় হয়ে ওঠে। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি নিয়ে এখনও ব্যঙ্গবিদ্রূপ জারি। এ বার সেই প্রসঙ্গ টেনে কমলকে পাল্টা বিঁধলেন অভিষেক।