Kajol

Kajol: পুরো, অর্ধেক নাকি একই গান বার বার শোনেন কাজল? জানালেন নিজের মর্জি

নিজের মেজাজ নিয়ে অজানা তথ্য ফাঁস করলেন অভিনেত্রী। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ২০:০৮
Share:

কাজল

আপনি কি গান শোনার সময় পুরো গানটা মন দিয়ে শোনেন? নাকি অর্ধেকটা শুনে রেখে দেন? আবার একই গান কি কখনও বার বার শুনে যান? এই প্রশ্নগুলির উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তবে কাজলের সঙ্গে আপনার অনেক মিল! সোমবার নিজের গান শোনার ধরন নিয়ে খোলাখুলি কথা বললেন অভিনেত্রী।

Advertisement

একটি ছবি দিয়েছেন কাজল। দেখা যাচ্ছে, এক হাঁটু মুড়ে মেঝেতে বসে অভিনেত্রী। ক্যামেরার লেন্স থেকে চোখ সরিয়েছেন তিনি। পরনে আড়ম্বরহীন টপ এবং জিনস।

বিবরণীতে তিনি লিখেছেন, 'আমার মেজাজ ৩ রকমের।

Advertisement

১। কোনও রকম বাধা সৃষ্টি না করে একটা গানকে পুরোটা চলতে দেওয়া।

২। তালিকার সব গান বাদ দিয়ে দেওয়া।

৩। একই গান দিনের পর দিন শুনে যাওয়া'।

এর পরে অনুরাগীদের কাছ থেকে তাঁদের মেজাজ সম্পর্কে জানতে চান তিনি।

অনেকেই কাজলের প্রশ্নের উত্তর দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, মর্জি বদলের সঙ্গে সঙ্গে ৩ রকমই ঘটে তাঁদের ক্ষেত্রে। আবার অভিনেত্রীর মতোই অনেক সময় একই গান বার বার শুনে যান তাঁরাও। কোনও সময় আবার তালিকার কোনও গানই মনে ধরে না তাঁদের।

পর্দায় দেখা প্রিয় অভিনেত্রীর সঙ্গে নিজেদের মিল খুঁজে পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা।

প্রসঙ্গত, কাজলকে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্সের ' ত্রিভঙ্গ' ছবিতে। একজন ওড়িশি নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement