Tribhanga

ওড়িশি নৃত্যশিল্পীর চরিত্রে কাজল, মুক্তি পাচ্ছে ‘ত্রিভঙ্গ’

এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন অজয় দেবগণ। পরিচালনার সঙ্গেই এই ছবির গল্পকারও রেণুকা সহানী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ১৮:৪১
Share:

এই ছবিতে কাজলকে দেখা যাবে এক ওড়িশি নৃত্যশিল্পীর চরিত্রে।

নতুন বছরের প্রথম দিনে মুক্তি পেল কাজলের নতুন ছবি ‘ত্রিভঙ্গ’-র টিজার। আগামী ১৫ জানুয়ারী নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি। এই ছবিতে কাজলকে দেখা যাবে এক ওড়িশি নৃত্যশিল্পীর চরিত্রে।

রেণুকা সহানী পরিচালিত এই ছবি গল্প বলবে তিন প্রজন্মের। তুলে ধরবে সম্পর্কের জটিলতা। ২০ সেকেন্ডের টিজারে কাজলকে মানসিক ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে দেখা যাচ্ছে। এই ছবিতে কাজলের সঙ্গে অভিনয় করবেন তন্বি আজমি এবং মিথিলা পালকর। পরিবারকে ঘিরে, পরিবারকে নিয়ে তৈরি ‘ত্রিভঙ্গম’ ভালবাসা সত্যিই শর্তহীন কি না, তা নিয়ে প্রশ্ন তুলে দেয়। পরিচালক রেণুকা টুইটারে জানিয়েছেন, কাজল, তন্বী এবং মিথিলা তাঁদের চরিত্রের জন্য মন প্রাণ ঢেলে দিয়েছেন। তিনি যা চেয়েছিলেন, চরিত্রগুলিকে তার থেকেও অনেক বেশি কিছু দিয়েছেন ৩ অভিনেত্রী।

এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন অজয় দেবগণ। পরিচালনার সঙ্গেই এই ছবির গল্পকারও রেণুকা সহানী।

Advertisement

A post shared by Netflix India (@netflix_in)

আরও পড়ুন: অমিতাভের ভূমিকায় পঙ্কজ, শাহরুখের জায়গায় নওয়াজ, নেটফ্লিক্সের ভাবনায় ‘কভি খুশি কভি গম’

Advertisement

২০২০ সালের জানুয়ারী মাসে মুক্তি পায় অজয়-কাজলের ‘তানহাজি’। এরপর মার্চ মাসে নারীকেন্দ্রিক শর্ট ফিল্ম ‘দেবী’তে অভিনয় করেন কাজল। এরপর দীর্ঘ বিরতির পর ফের কাজ করলেন অভিনেত্রী। এই ছবির মাধ্যমে ওটিটিতে হাতেখড়ি হল কাজলের।

আরও পড়ুন: মিটু-তে বিদ্ধ হয়েছিলেন অক্ষয়ও, স্বামীর সম্মান রক্ষায় নাকি টাকা দিয়ে নায়িকার মুখ বন্ধ করেন টুইঙ্কল!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement